সাতক্ষীরায় ইয়ুথ ভিশন ২.০ : ‘একসাথে বাংলদেশের ভবিষ্যৎ গড়ি’ প্রতিপদ্যে “বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ই ডিসেম্বর) সকালে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা মিশন মাঠে সিডো সাতক্ষীরা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিডো সাতক্ষীরা এর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ’র অধ্যক্ষ বাসুদেব বসু,সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ,সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ডা.আবুল কালাম বাবলা,টিআইবি সাতক্ষীরার সভাপতি হেনরি সরদার । এ সময় আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস,সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মোছা. তাছরিমা খাতুন,এটিএন বাংলার স্টাফ রিপোর্টার এম কামরুজ্জামান,শরুপ ইয়ুথ টিম শ্যামনগর এর প্রতিনিধি শেখ মেহনাজ জাহান তিথী, সাংবাদিক ও বিভিন্ন ইয়ুথ গ্রুপের দুই শতাধিক যুবক । বাংলাদেশ বিনির্মাণে, তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভার কর্মসূচির উদ্দেশ্য বর্ণনা করেন একশন এইড বাংলাদেশ এর ডেপুটি ম্যানেজার মো.আরিফ সিদ্দিকী। যুবকদের চাহিদা নোট উপস্থাপন ও আগামী বাংলাদেশ যুবকদের প্রত্যাশা ভিডিও প্রদর্শনী তুলে ধরেন একশন এইড বাংলাদেশ এর ইন্সেপিরেটর শারার মাহবুব ধ্রুব।সফল যুবকদের গল্প টিম পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান।
পরে সফল যুবকদের গল্প, প্যানেল ডিসকাশন( টকশো), খেলাধুলা, নাটক প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান, মূল্যায়ন ও পুরস্কার বিতরনীর করা হয়।
Leave a Reply