শ্যামনগরে লিডার্সের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন

“নারী—কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশগড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারী উন্নয়ন
সংগঠন লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অফ সুইডেনের সহযোগীতায়
কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী (ক্রিয়া) প্রকল্পের আওতায় ৯
ডিসেম্বর বিকালে বুড়িগোয়ালিনী গাবুরা (বিজি) কলেজ মাঠে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ
২০২৪ পালন উপলক্ষে মানববন্ধন ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বুড়িগোয়ালিনী ও
গাবুরা ইউনিয়নের নারী ও কিশোর কিশোরী দলের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রজেক্ট অফিসার সুলতা সাহার
সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী দলের সদস্য নার্গিস সুলতানা। তিনি বলেন, এখনও বিভিন্ন ভাবে
নারীরা নির্যাতনের স্বীকার হচ্ছে। কিশোরী হিরামনি ও তানিয়া সুলতানা বলেন আমাদের স্বাধীনতা নাই, স্কুল
কলেজে যেতে গেলে ছেলেরা বিরক্ত করে, প্রতিবাদ করলে নির্যাতনের স্বীকার হতে হয়। প্রাক্তন ইউপি
সদস্য আব্দুল জলিল নারী নির্যাতন সম্পর্কে বলেন, যে নারী নির্যাতনের স্বীকার হয়ে তার সংসার ছেড়ে চলে
গেছে সে নিজেই জানে তার অভাবটা কোথায়, সেই কথাটা সে কখনো প্রকাশ করতে পারে না। আন্তর্জাতিক নারী
নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে অনুষ্ঠিত মানববন্ধন ও উন্মুক্ত আলোচনার মাধ্যমে
অংশগ্রহণকারীরা নারী নির্যাতন প্রতিরোধের বিভিন্ন দাবী তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী, ফিল্ড ফ্যাসিলিটেটর কে,এম আকতার হোসেন ও
সাজেদা খাতুন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *