মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে আশাশুনি রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন

বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:
আশাশুনি রিপোর্টার্স ক্লাবে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের মৃত অহেদ আলী সরদারের ছেলে মোঃ রোকনুজ্জামান জানান, ইউনিয়নের শুভাদ্রাকাটি গ্রামের মৃত শওকত আলী সানার ছেলে ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহরাফ হোসেন ও কৃষক দলের কেন্দ্রীয় সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনুর নেতৃত্বে ২৫ জনকে আসামি করে মামলা দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়, চাকলা তেলিখালি মৌজার ১ নম্বর খতিয়ানের সাবেক ১১৬ ও ৯৩০ বর্তমান ৫০১ দাগে ১৭ একর জমির বরাদ্দ পাবার  জন্য একই গ্রামের মৃত কওছার গাজীর ছেলে ইউসুফ গাজী, গোলাম রসুলের ছেলে আরিফুল গাজী, বারিক গাজীর পুত্র মাসুম গাজী ২৭ জন আবেদন করে। একই সময় এ গ্রামের আবু বক্কার সিদ্দিকের পুত্র জুলফিকার আলী, আব্দুল মজিদের ছেলে হাফিজুর রহমান ও গোলাম রসুল, আব্দুল্লাহ সানার পুত্র নওশাদ বিশ্বাসসহ ১০ জনের নাম উল্লেখ করে বন্দোবস্তের আবেদন করে বরাদ্দ পায়। এ ঘটনায় মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী ইউসুফ হোসেন, আরিফুল গাজী, রিয়াছাত আলী প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *