মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় বিএনপির র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত 

সাতক্ষীরায় বিএনপির বিজয় দিবসের র‍্যালি ও আলোচনা সভা
১৬ই ডিসেম্বরমহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে পৌর বিএনপি’ উদ্যোগে বর্ণিল বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 সোমবার (১৬ই ডিসেম্বর) পৌর বিএনপির আয়োজনে সকালে শহরের নিউমার্কেট মোড় থেকে বিজয় র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করো খুলনা রোড মোড়ে শেষ হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহবায়ক শের আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপি সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব,সদর বিএনপির সদস্য সচিব নুরেআলম সিদ্দিকী,জেলা যুবদলের সাবেক আহবায়ক আবু জাহিদ ডাবলু সহ আরো অনেকে।
বক্তব্যে বক্তারা বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদীলীগ হাসিনার দুঃশাসনের কারাবদ্ধ ছিলো বিএনপির নেতাকর্মীরা। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীনতা ধরে রাখতে সবাইকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *