আব্দুল করিমঃ আশাশুনি আলহাজ্ব সামছুর রহমান এতিমখানা ও হাফিজিয়া মাদরাসা হেফজ সমাপ্ত ও দোয়া অনুষ্ঠান হাফেজ আবু হুসাইন বুলবুল এে পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর রবিবার সকাল ১০ ঘটিকা হতে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা বশির আহম্মেদ সাহেবের দোলাভাই মোঃ রিজাউর করিম তিনি বলেন জিবন্ত কোরআন হলেন হাফেজেরা। আজ যারা এখান থেকে হেফজ সমাপ্ত করল তাদের উচিত হবে এটা মৃত্যের আগ পযন্ত ধরে রাখার জন্য যা করা দরকার যেদিকে সবার খেয়াল রাখতে হবে।
বিশেস অতিথি হিসাবে বক্তব্য রাখেন হা. জাহিদুল ইসলাম, সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক শিক্ষক হা. ওলিউলর রহমান, হা. মোঃ ইউনুস আলী।
মাদরাসায় বতর্মানে ৫০ জন ছাত্র কোরআন কারিম হেফজ বিভাগে অধ্যায়নরত আছ। আজ হেফজ শেষ কর মোঃ সোলাইমান হোসাইন, মোঃ ওমর ফারুক, মোঃ বায়জিদ হোসেন, মোঃ আবু হুরাইরা। মাদরাসার শিক্ষক হাফেজ কারী মাওঃ মোঃ আবু হুসাইন বুলবুল সকলের জন্য আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply