১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আশাশুনি উপজেলার কুল্যায় কর্মীসভা ও বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রনেতা মোঃ বাদশা হোসাইন পলাশের নেতৃত্বে বিজয় র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ৩নং কুল্যা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নবাসীর আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ রাশেদ হোসাইন। ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রনেতা ও কুল্যা ইউনিয়নের যুবনেতা মোঃ বাদশা হোসাইন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ জাকির হোসেন বাবু। সভায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সবুজ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এ্যাডঃ জিয়াউর রহমান, কুল্যা ইউনিয়ন বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহবায়ক শাহবুদ্দিন হোসেন, প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তফা হেলালুজ্জামান, ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আলামিন হোসেন, উপজেলা যুবদলের সদস্য আজাহারুল হক, উপজেলা ছাত্রদল নেতা আতিক হোসেন, রিপন হোসেন, কুল্যা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মোমিনুর রহমান, সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ইমন হোসেন, কুল্যা ইউনিয়ন তারেক পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, শোভনালী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ মোঃ হোসেন প্রমুখ। এছাড়া ভার্চুয়ালে ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply