আশাশুনিতে বেগম রোকেয়া দিবস পালিত

আশাশুনিতে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, জয়ীতাদের সম্মাননা ও ঋণের চেক প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় ও ব্যবস্থাপনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন খুলনার উপসহকারী পরিচালক মোঃ মহসীন আলী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, পিআইও আমিরুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফা খাতুন, রক্ত করবীর পরিচালক কামরুনাহার কচি, জয়ীতা জয়ন্তিকা রানী মন্ডল প্রমূখ।
আলোচনা শেষে জয়ীতা অর্থনৈতিক সাফল্য অর্জনকারী জয়ন্তিকা রানী মন্ডল ও সমাজ উন্নয়নে অসামান্য দৃষ্টান্তকারী প্রভা চক্রবর্তীকে ক্রেষ্ট উপহার ও গবাদি পশু, পোল্ট্রি খামার, ছাগল পালন, ছিট কাপড় ব্যবসায়ী এবং বিভিন্ন প্রকার ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে মোট ৩৪ জনকে ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা করে সর্বমোট ১২ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *