আশাশুনিতে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড মিউট্রিশন (গেইন) এর আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় কর্মশালায় ৫ ইউনিয়নের বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনার সদস্যরা অংশগ্রহণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এ সময় বক্তারা বলেন, আমাদের শরীরের পুষ্টির চাহিদা রয়েছে। পুষ্টির কারনে মানবদেহে অনেক যটিল রোগ হচ্ছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক মানুষের পুষ্টির চাহিদা নিশ্চিত করা। গেইন তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং ইউনিয়ন এমএসপি এর বহু খাত ভিত্তিক বার্ষিক পুষ্টি পরিকল্পনা বাস্তবায়ন করা। এ সময় সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, শোভনালী ইউপি চেয়ারম্যান আবুবক্কার ছিদ্দিক, হাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, বড়দল ইউপির প্যানেল চেয়ারম্যান আফজাল সানা, প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুজ্জামান, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, নাজমুল সাকিব শাওন, আসাদুল ইসলাম, তারিকুল ইসলাম, মারুফ হোসেন, এনজিও প্রতিনিধি, স্কুল শিক্ষক, ধর্মীয় নেতা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ ৫টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার উপস্থিত ছিলেন।
Leave a Reply