সাতক্ষীরায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা মিলনায়তনে ৬টি ক্যাটাগরীতে
এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক- বিভাগে শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, খ- বিভাগে তৃতীয় শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণী, গ- বিভাগে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী, ঘ- বিভাগে ৯ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত, ঙ- বিভাগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস, শিশু একাডেমি সাতক্ষীরার শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম,জেলা কালচারাল অফিসার ফাইজা ইসলাম অন্বেষা। এসময় শিশু একাডেমি সাতক্ষীরার লাইব্রেরিয়ান মো. রফিকুল ইসলামসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ৪টা ক্যাটাগরিতে ১২ শিক্ষার্থী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ৫ শিক্ষার্থীকে ১৬ই ডিসেম্বর সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পুরস্কার প্রদান করা হবে।
Leave a Reply