মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আগমন নেতা-কর্মীদের মাঝে সাজ সাজ রব বিরাজ করছে।
ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছবিসংবলিত গেট ও শত শত ব্যানার ফেস্টুনে ভরে গেছে।
সম্মেলনে উপাধ্যক্ষ সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতুল্লাহ , কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুর খালেক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার ও সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।
ইতিমধ্যে, শুক্রবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে সাতক্ষীরার সরকারি বালক বিদ্যালয় মাঠে কর্মীসম্মেলনস্থল পরিদর্শন করেছেন দলটির নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ’র নেতৃত্বে
সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, অধ্যাপক ওমর ফারুক, শহর শিবিরের সভাপতি আল মামুন, শুরা সদস্য নজরুল ইসলাম, শহর সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান প্রমুখ।
Leave a Reply