সাতক্ষীরা সদর উপজেলার ইউএনও-কে গণসংবর্ধনা

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদকে সফলভাবে সরকারি দায়িত্ব পালন ও জনসেবার জন্য গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ শে নভেম্বর) জুম্মা নামাজের পূর্বে বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদ ও ইবতেদায়ী মাদ্রাসার পক্ষ থেকে এ গণসংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল গফফার সানা’র সভাপতিত্বে গণসংবর্ধনার সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।
এসময়  উপস্থিত ছিলেন মাদ্রাসার খতিব মাওলানা আব্দুস সবুর,মসজিদের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, মাদ্রাসা কমিটির সভাপতি বাবুর আলী সরদার,সাবেক ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান স,ম শহিদুল ইসলাম, মাদ্রাসার প্রধান শিক্ষক আবু সালেক,, মুয়াজ্জিন আব্দুল সাত্তার, বজলুর রহমান তুতা, শামসুর রহমান সোনা,বিল্লাল হোসেন, যুব কমিটির  সভাপতি ইলিয়াস হোসেন  ও সেক্রেটার রবিউল ইসলাম, , আবুল হোসেন, আদম আলী, মেহের আলী, নজরুল ইসলাম, মহিদুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুল মালেক,ফরিদ উদ্দিন, নুর আলী প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *