1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
৭ অগ্রহায়ণ, ১৪৩১
Latest Posts
📰প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন📰আন্দোলনে সাধারণের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী : ড. ইউনূস📰অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সাতক্ষীরা সীমান্তে আটক ২📰উপকূলীয় জীবনের সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবিতে বাগেরহাটে মানববন্ধন📰‘উপকূলীয় নারীদের সফলতা ও জ্ঞানের কথা’ শীর্ষক অভিজ্ঞতা সভা📰বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন📰আশাশুনির বুধহাটা ক্লাস্টারের দুরাবস্থাগ্রস্থ ৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণের ঝুঁকির মধ্যে চলছে ক্লাশ 📰আশাশুনিতে উপজেলা শুমারী  কমিটির সভা অনুষ্ঠিত📰পাইকগাছায় শিক্ষার্থীদের বিক্ষোভ!প্রধান শিক্ষকের অপসারণ দাবি📰জলবায়ু ন্যায্যতার দাবীতে সাতক্ষীরাতে মানববন্ধন অনুষ্ঠিত

পাইকগাছায় পাল্টা সংবাদ সম্মেলন ও ৭২ ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন প্রত্যাহারের দাবি বৈষম্য বিরোধী ছাত্রদের

মশাল ডেস্ক
  • হালনাগাদের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৮ সংবাদটি পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;
 পাইকগাছায় পাল্টা সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। গত ৩১অক্টবর খুলনা প্রেসক্লাবে পাইকগাছার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের খাটো করতে যে সংবাদ সম্মেলন করেছে, তার প্রতিবাদে বুধবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আব্দুল কাদের নয়ন ছাত্র আন্দোলনের কর্মী-সমর্থকদের নিয়ে এ সংবাদ সম্মেলনটি করেছেন।
তিনি লিখিত সংবাদ সম্মেলনে জানান, খুলনা প্রেসক্লবে ৩১ অক্টবর উপজেলার লতা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আবু  মুছা সরদার  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কলংকিত করতে অসত্য ও ভিত্তিহীন যে সংবাদ সম্মেলনটি করেছেন, তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছি। তিনি আরও বলেন, দেশের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতা কোটা বিরোধী আন্দোলন শুরু করেন। সরকার হাজার হাজার মেধাবী ছাত্র ও জনতাকে গুলি করে ও পিটিয়ে হত্যা করেন। এ আন্দোলনে সারা দেশের ন্যায় পাইকগাছায় ছাত্র-জনতা ও সুশিল সমাজ, রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সক্রিয়ভাবে অংশ গ্রহন করেন। এক পর্যায়ে এক দফা দাবিতে  ৪ নভেম্বর পাইকগাছায় ছাত্রদের মিছিলে সরকারের  সন্ত্রাসী বাহিনী  আক্রমন করলে একাধিক শিক্ষার্থী জখম হয়। যেহেতু, আমরা ছাত্রলীগ, যুবলীগ বাহিনীকে ঠিকমত চিনতাম না। সে কারনে ১০ ইউপি ও পৌরসভায় বেষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্ব-স্ব ইউনিটের তালিকা মতে ২১ সেপ্টেম্বর থানায় মামলা করা হয়। যার বাদি হয় শিক্ষার্থী ঈশিতা এনাম ঋতু। পরে জানতে পারি এ মামলায় লতা বিএনপির সাধারন সম্পাদক আবু  মুছা সরদারের ছেলে আবু ইসা সরদারকে আসামী শ্রেনীভুক্ত করা হয়েছে। কিন্তু পু্র্বেই আমরা বলেছিলাম তদন্তে কেউ দোষি না হলে তাকে যেন আসামী থেকে বাদ দেয়া হবে। এসময় উপস্থিত ছাত্র নয়ন আরও বলেন, পাইকগাছা উপজেলা বিএনপি-র ডাঃ আব্দুল মজিদ-তুষার কান্তি মন্ডল  ও আসলাম পারভেজ-এসএম এনামূল হক দুটি গ্রুপিং থাকায় লতা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু মুছা ডাঃ মজিদ গ্রুপের। সে মামলার  কারনে ঈর্ষান্তিত হয়ে মামলার বাদী ঈশিতা এনাম ঋতু ও তার পিতা এসএম এনামূল হককে জড়িয়ে অসত্য মনগড়া অভিযোগ এনে সংবাদিক সম্মেলন করেছেন। এসময় ৭২ ঘন্টার মধ্যে আবু মুছার সংবাদ সম্মেলনটি প্রত্যাহারের দাবি করা হয়। তিনি আরও জানান, ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। এখন রাজনৈতিক  উদ্দেশ্যে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনাম ক্ষুন্ন করতে আমাদের কেউ ব্যবহারের চেষ্টা না করার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd