1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
২০ চৈত্র, ১৪৩১
Latest Posts
📰কিষান মজদুর ইউনাইটেড একাডেমী স্কুলে ৬০ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত📰আশাশুনিতে যুগল প্রেমিকার আত্মহত্যা📰জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা কানাডার ট্রাইব্যুনালের📰বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা ট্রাম্পের, সম্পর্ক জোরদারের বার্তা📰সাতক্ষীরায় কাজী আহসান হাবিব সম্রাটের আয়োজনে পথচারীদের ইফতার বিতরণ📰সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 📰সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা📰ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরা পরিবহন কাউন্টারে মনিটারিং📰সাতক্ষীরা আয়েনউদ্দীন মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন📰চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা

হ্যামবুর্গে দেখানো হবে বাংলাদেশি নির্মাতা জিনাত হোসেন যুথীর নির্মিত চলচ্চিত্র ‘হু স্পিক্স ফর আস’

প্রেস রিলিজ
  • হালনাগাদের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

এ্যানজাস্ট কনফারেন্স ২০২৪, হ্যামবুর্গে দেখানো হবে বাংলাদেশি নির্মাতা জিনাত হোসেন যুথীর
নির্মিত চলচ্চিত্র ‘হু স্পিক্স ফর আস’।
আগামী একুশে নভেম্বর ২০২৪ জার্মানীর হ্যামবুর্গ শহরে অনুষ্ঠিত হবে এনভায়রনমেন্টাল
জাস্টিস (এ্যানজাস্ট) নেটওয়ার্ক, কীল বিশ্ববিদ্যালয়, জার্মানী আয়োজিত এনুয়াল কনফারেন্স,
২০২৪। এবারের এ্যানজাস্ট কনফারেন্সে দেখানো হবে বাংলাদেশি নির্মাতা ও গবেষক জিনাত হোসেন
যুথীর নির্মিত চলচ্চিত্র ‘হু স্পিক্স ফর আস’ (আমাদের কথা কে বলবে?’)। চলচ্চিত্রটির সহ
নির্মাতা হিসেবে কাজ করেছেন আলোকচিত্রী আহমেদ রাসেল।
বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চিংড়ী ঘেরের মালিকদের অবৈধ দখলের হাত
থেকে পুলের খাল উদ্ধার আন্দোলন ও নেপালের চিকিৎসা সেবা প্রদানকারী কর্মীদের আন্দোলনের
উপর নিমার্ণ করা হয়েছে চলচ্চিত্রটি। চলচ্চিত্রের নেপাল অংশের রচনা, নির্মাণ ও এক্সিকিউটিভ
প্রডিসর হিসেবে যুক্ত হয়েছেন সুইজারল্যান্ডের বার্ণ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ইন্সটিটিউট
অব জিওগ্রাফির কো ডিরেক্টর প্রফেসর সুজান থিইম। বাংলাদেশ অংশের ভিডিও ধারন করছেন
যৌথভাবে জিনাত জোসেন যূথী ও আহমেদ রাসেল এছাড়াও চলচ্চিত্রটির নেপাল অংশের ভিডিও ধারন
করছেন সনি কে সি ও প্রফেসর থিইম। বার্ন বিশ্ববিদ্যালয়ের এম ল্যাব (মিডিয়া ল্যাব) প্রযোজিত
এই চলচিত্রটি বিভিন্ন মাধ্যমের শিল্পী ও গবেষকরা কি করে যৌথভাবে সাইন্স- আর্টস
কলাবোরেশন উদ্যোগকে জোরদার করতে পারে, সেটারই একটা পদক্ষেপ।
নির্মাতা যুথী লাক্ম চ্যানেল আই সুপার স্টার ২০০৫ র মাধ্যমে মিডিয়ার আত্মপ্রকাশ করেন।
অভিনয়, উপস্থাপনা, চিত্রনাট্য ও নির্মাতা হিসেবে দেড় যুগ হাত পাকা করার পর প্রথম তার
পিএইডি ও পোস্টডক গবেষণার কিছু অংশকে তিনি সেলুলয়েডে ধারণ করেছেন। বেলজিয়ামের কে ইউ
লুভেন থেকে গতবছর পিএইডি ডিগ্রি অর্জন করার পর তিনি বর্তমানে সুজারল্যান্ডের বার্ন
বিশ্ববিদ্যালয়ে লেকচারার ও যুরিখ বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করছেন।
আহমেদ রাসেল একজন এ্যাওয়ার্ড উইনিং আলোকচিত্রী ও ভিজ্যুয়াল আর্টিস্ট । তিনি ফটোগ্রাফি
ইন্সটিউট কাউন্টার ফটো –এ সেন্টার ফর ভিজ্যুয়াল আর্টসের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
যুথী ও রাসেল এই বছর শুরুতে সুন্দরবনে ফিল্ম ও ফোটোগ্রাফি কে গবেষণা টুলস হিসেবে পরীক্ষা
নিরীক্ষা করেন। তারা নিবিড়ভাবে সুন্দরবন ও বনবাসী মানুষ, তাদের সংস্কৃতি ও জীবনাচরণ
পর্যবেক্ষণ করেন এবং চলচিত্র নির্মাণে একসাথে কাজ করেন। সুন্দরবনে তাদের সহায়তা করে
মধুসুদন মন্ডল ও সাংবাদিক আফজাল হোসেন।
এনভায়রনমেন্টাল জাস্টিস নেটওয়ার্ক, এ্যানজাস্ট পরিবেশ বিষয়ক অধ্যাপক, গবেষক, ও
বিজ্ঞানীদের একটি স্বক্রীয় নেটওয়ার্ক যা পরিবেশগত ন্যায়বিচারের বিষয়ে সচেতনতা বাড়ায় এবং
পরিবেশগত সমস্যাগুলির দ্বারা প্রভাবিতদের গণতান্ত্রিক অংশগ্রহণকে জোরালো করার জন্য কাজ

করে। এ বছরের নভেম্বর ২১ থেকে নভেম্বর ২৩ তিনদিনব্যপী এ্যানজাস্ট কনফারেন্সে প্রতিপাদ্য
ঠিক করা হয়েছে (‘Environmental Justice in the Age of Planetary Peril: Concepts,
Agencies, Mobilizations’) পৃথিবীর পরিবেশ বিপর্যয়ের সময়ে পরিবেশগত ন্যায়বিচারঃ ধারনা,
সংস্থা, সংহতি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে গবেষক, উন্নয়ন কর্মীরা এই কনফারেন্সে যোগ দিবেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd