সাতক্ষীরায় নিষিদ্ধ পলিথিন,পলিপ্রপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় 

সাতক্ষীরায় নিষিদ্ধ পলিথিন,পলিপ্রপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার ০৭/১১/২০২৪ জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সুলতানপুর বড় বাজারে সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট  পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ১টি দোকানকে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রায় ২০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এছাড়া আরো কিছু দোকান মালিককে সতর্ক করা হয়েছে। মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার শরীফুুল ইসলাম ও অন্যান্য কর্মচারীবৃন্দ। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সহযোগিতা করেন। এ সময় পলিথিন ব্যবহার না করার জন্য মাছ বিক্রেতা, মাংস বিক্রেতা, দোকানদার, ক্রেতা সাধারণ সবাইকে সচেতনতা মুলক প্রচার করা হয়। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম এ কার্যালয় হতে অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *