শ্রিম্প হ‌্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব ) খুলনা অঞ্চলের উদ্যোগে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ‌্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব ) খুলনা অঞ্চলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৭ নভেম্বর ) বিকাল ৩ টায় সাতক্ষীরা লেকভিউ তুফান কনভেনশন সেন্টারের  শ্রিম্প হ‌্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব ) সাতক্ষীরা ও খুলনা অঞ্চলের সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা ‘র সভাপতিত্বে সভায় শ্রিম্প হ‌্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব ) কক্সবাজার সহ-সভাপতি শহীদ ফারুক সাচী ও নির্বাহী সদস্য রুহুল আমিন লেনিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন গালফ হ্যাচারীর স্বত্বাধিকারী এস এম আব্দুল্লাহ মামুন, আল আকসা হ্যাচারীর মোঃ নজরুল ইসলাম, সোনালী হ্যাচারীর শেখ রফিকুজ্জামান খোকন, খাজা হ্যাচারীর আব্দুস ছাত্তার মনি, নিউ যমুনা হ্যাচারীর কাজী আমিনুল ইসলাম বাহার, মেঘনা হ্যাচারীর মোঃ ইদ্রিস বাবু, কাবা হ্যাচারীর মোঃ জাহাঙ্গীর হোসেন, সুন্দরবন হ্যাচারীর মোঃ জসিম, সোনামুখী হ্যাচারীর হারুন আকন্দি অনি, বিসমিল্লাহ হ্যাচারীর গাহছুল হোসেন রাজ, কপোতাক্ষ হ্যাচারীর মোঃ শহিদুল ইসলাম, পদ্মা হ্যাচারীর মোঃ শাহারুল ইসলাম বকুল, সুরমা হ্যাচারীর মোঃ আনোয়ারুল ইসলাম প্রমুখ। সকল  হ্যাচারীর স্বত্বাধিকারীদের উপস্থিতিতে হ্যাচারি ও চিংড়ি পোনা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় হ্যাচারী মালিকগণের আলোচনায় আগামী মৌসুমে উন্নত মানের চিংড়ি পোনা উৎপাদন সহ হ্যাচারী কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার বিষয়ে সকলের সুচিন্তিত মতামত প্রদান করেন। এ অঞ্চলে চিংড়ি শিল্পকে আরো এগিয়ে নিতে এ সেক্টরের সার্বিক উন্নয়নে এবং চিংড়ির মান উন্নয়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন  নির্বাহী সদস্য রুহুল আমিন লেনিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *