মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা: আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি- নাট্যকার আব্দুল ওহাব আজাদ’র সঞ্চালনায়  সভায় সংগঠনকে  আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ড. মোঃ আব্দুল বারী, উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি,শেখ আজিজুল হক, তৃপ্তিমোহন মল্লিক,সংগঠনের সহ-সভাপতি আবুল হোসেন আজাদ, শেখ মোসফিকুর রহমান মিল্টন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান,জেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি শহীদুর রহমান, মৌচাক সাহিত্য পরিষদের কোষাধক্ষ মোঃ আব্দুল মজিদ, সাহিত্য সম্পাদক বেদুঈন মোস্তফা, সহ সাহিত্য সম্পাদক মো. রফিকুল বারী,সহ সমাজ কল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানা জামান, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা গুলশানারা,কার্যনির্বাহী  সদস্য মনিরুজ্জামান মুন্না, জাহাঙ্গীর হোসেন, সদস্য আলমগীর আলম, শাম্মী আক্তার রিতা, শফিউল আলম।
 উক্ত সাধারন সভায় মৌচাক  সাহিত্য পরিষদের মূখপত্র, মৌচাক পত্রিকা প্রকাশনা, সাহিত্য সম্মেলন এবং গুণীজন সংবর্ধনা  অনুষ্ঠানের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত  হয়। এ উপলক্ষে কবি সাহিত্যিকদের কাছে লেখার আহ্বান এবং আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পাদক বরাবর লেখা পাঠানোর অনুরোধ জানানো হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *