বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে মানব বন্ধন

“নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ^ গড়ি” স্লোগানে ২৫শে
নভেম্বর-১০ই ডিসেম্বর ২০২৩ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন
উপলক্ষ্যে সরকারী ও বেসরকারী উন্নয়ন সংস্থা এবং বিভিন্ন মানবাধিকার
সংগঠনের উদ্যোগে সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের সামনে মানববন্ধন ও আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার
সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যান ব্যানার্জি,
নাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা পূলক চক্রবর্তী, স্বদেশ এর
নির্বাহী পরিচালক মধাব দত্ত. ডসডোর পরিচালক শ্যামল বিশ^াস, ওয়ান স্টাপ
সার্ভিসের আব্দুল হাই সিদ্দিক, হেড এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন,
চুপড়িয়া মহিলা সংস্থার মরিয়ম মান্নান, দীপা ঘোষ, জয়া বৈদ্য, যুব কর্মী
শ্রেয়া, উর্মি ,লিজা, ইডার নির্বাহী পরিচালক আক্তার হোসেন, গৌতম সরকার,
বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার রুপা মিত্র, নাসিমা খাতুন, মফিজুল
ইসলাম সহ অনেকে।
বক্তরা নারী ও শিশু নির্যাতন বন্ধে আইনের যথাযথ প্রয়োগ সহ জনসচেতনতার
প্রতি জোর দিয়ে বলেন, সাতক্ষীরা জেলাতে বাল্য বিবাহ আশংকাজনক হারে বেড়ে
গেছে যা বন্ধ করতে প্রশাসনের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলির কার্যকর ভুমিকা
প্রয়োজন। মানববন্ধনে যে সকল দাবিনামা পেম করা হয়।
নারীর উপরসকলপ্রকার হয়রানি, নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং প্রতিকারে
সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নিন।
নারী নির্যাতনের কোন ঘটনা ঘটতে দেখলে বা শুনলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জানান এবং জন-প্রতিরোধ গড়ে তুলুন।
সংবাদ মাধ্যম গুলো নারী প্রতি অধিকতর সংবেদনশীল থেকে নিরঈেক্ষ ও সত্য সংবাদ
প্রকাশ করুন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীগন ঘটনার শিকার নারীকে হেয় ও
প্রতিপন্ন না করে ঘটনা সংঘটনকারীকে চিহিত করে আইনের হাতে তুলে দিতে
সহায়তা করুন। ঘটনার ছবি বা ভিডিওচিত্র প্রকাশ ও প্রচারে দায়িত্বশীল হোন,
যাতে ঐনারী ও তার পরিবারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হতে না হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *