ধুলিহর হযরত আবু বকর সিদ্দিক (রা) ইসলামীয়া কামিল মাদরাসায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ধুলিহর হযরত আবু বকর সিদ্দিক রা ইসলামীয়া কামিল মাদরাসায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গনঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার(২৮ নভেম্বর) সকালে মোহাম্মদী ওয়েল ফেয়ার ট্রাস্ট আওতাধীন খাদিজাতুল ক্বোবরা ভুক্ত চৌধুরী আব্দুল বারিক জামে মাসজিদে এই আলোচনা ও  সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

মোহাম্মদী ওয়েল ফেয়ার ট্রাস্ট আওতাধীন খাদিজাতুল ক্বোবরা ভুক্ত হযরত আবু বকর সিদ্দিক রা. ইসলামীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওসমান গনির সভাপতিত্বে আলোচনা উপস্থাপন করেন অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালী,মাওলানা আব্দুস সবুর সহ অন্য অন্য শিক্ষকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বহুৎ ত্যাগ প্রতিক্ষার বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন ভূলন্ঠিত না হয়।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি দোয়া করছি যে সমস্ত আলেম-ওলামারা ইসলামের জন্য জীবন দিয়ে গেছেন। পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *