তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে সংবাদ প্রকাশসহ যে কোন কার্যক্রম পরিচালনা করার বিরুদ্ধে তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সোমবার(৪ ই নভেম্বার) সকাল ১১ টায় তালা প্রেসক্লাব কার্যালয়ে তালা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল তালা অফিস প্রধান ও বিজয় টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন, সিনিঃ সহ- সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান, সাধারন সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান, প্রতিষ্ঠাতা সদস্য শেখ মোঃ আব্দুস সালাম,যমুনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস,এম আকরামুল ইসলাম, প্রচার সম্পাদক খাঁন নাজমুল হুসাইন,যুগ্ম-দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু,বিবিআর সম্পাদক বি.এম বাবলুর রহমান, চ্যানেল এস টিভির প্রতিনিধি মোঃ বাহারুল ইসলাম, এ্যাডঃ কবির আহমেদ, মোঃ সোহাগ হোসেন মোড়ল, এস.এম জহর হাসান সাগর, মোঃ লিটন হুসাইন,কাজী ইমদাদুল বারী জীবন,মোঃ হাফিজুর রহমান, মোঃ ফয়সাল হোসেন, শ্রী পার্থ প্রতীম মন্ডল,মোঃ মোস্তাফিজুর রহমার রাজু, মোঃ আল- মাহবুব হুসাইন প্রমুখ।
সভায় তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ০১.০৫.২০১৭ হইতে ৩০.০৪.২০২০ পর্যন্ত।পরবর্তিতে ১.০৫.২০২০ হইতে ৩০.০৪.২০২৩ পর্যন্ত এবং ০১.০৫.২০২৩ হইতে ৩০.০৪.২০২৬ পর্যন্ত তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কিন্তু তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে তালা প্রেসক্লাব সদস্য বহি:ভূত আওয়ামিলীগের নেতা প্রনব ঘোষ বাবলু, ছাত্রলীগের সভাপতি মোঃ মশিয়ার রহমান, মোঃ সেলিম হায়দার, শেখ হেলাল ব্যক্তিগত লোক মোঃ টিপু সুলতান, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শফি, সেকেন্দার আবু জাফর বাবু, গনেশ চন্দ্র,গোলাম রসুল, এম.এ হাকিমসহ একত্রে একটি আওয়ামীলীগের টিম সাংবাদিক পরিচয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার এর দপ্তর স্মারক-১২৩৬,তারিখ ০২.০৮.১৭ পত্রে তালা প্রেসক্লাবের পুনাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষনা শিরোনামে একটি নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করেন। উক্ত কমিটির আহবায়ক হিসাবে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমানের মাধ্যমে দপ্তর স্বারক নং ৩৭.০২.৮৭৯০.০০.০৬.০৩.১৭.২৭ যুক্ত তারিখ ০২.০৮.২০১৭ মোতাবেক তালা প্রেসক্লাবের পুনাঙ্গ কমিটি গঠনের লক্ষে নির্বাচনী তফশীল ঘোষনা করেন। উক্ত নির্বাচনী তফশীল অবৈধ ঘোষনার দাবিতে তালা প্রেসক্লাবের পক্ষে সভাপতি এস.এম নজরুল ইসলাম বাদী হয়ে তালা সিনিয়র সহকারী জর্জ আদালতে দেওয়ানী ৮০/২০১৭ মামলা গত ০৮.০৮.২০১৭ তারিখ দায়ের করা হয়। ১৩.০৮.২০১৭ তারিখ নিষেধাজ্ঞার দরখাস্ত শুনানী অন্তে নামজ্ঞুর হয়। উক্ত আদেশের বিরুদ্ধে জেলা দায়রা জর্জ আদালতে মিস আপিল ২৯/২০১৭ দায়ের করা হয়। ২১.০৩.২০১৯ তারিখে দোতরফা শুনানী অন্তে আপিল মঞ্জুর হয়। এবং তালা সহকারী জর্জকে নিষেধাজ্ঞার দরখাস্ত পুনঃশুনানীর নির্দেশ হয়। শুনানী অন্তে না মজ্ঞুর হলে বিজ্ঞ দায়রা জর্জ আদালতে মিস আপিল ৪৭/২০২০ দায়ের করা হয়। দোতরফা শুনানী অন্তে আপিল মজ্ঞুর হয়। কিন্তু তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলামের কমিটি বৈধ ঘোষনা করা হলেও উল্লেখিত কিন্তু সৃষ্ট অবৈধ কমিটির কার্য্যক্রম স্থগিত না করায় মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন ৪৪৭৪/২০২২ দাখিল করি যা গত ০৫.১১.২০২৩ ইং তারিখ মহামান্য বিচারপতি মহোদয় শুনানী অন্তে প্রদত্ত রায়ে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্বারক নং ৩৭.০২.৮৭৯০.০০.০৬.০৩.১৭.২৭ যুক্ত তারিখ ২.০৮.২০১৭ এর কার্যক্রম স্থগিত/ নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। এর অর্থ এরুপ হয় যে, উক্ত স্মারকে সৃষ্ট কমিটির সকল কার্যক্রম স্থগিত করায় এস.এম নজরুল ইসলাম সভাপতি তালা প্রেসক্লাব এর কমিটির কার্যক্রম বহাল থাকে।
এক্ষনে নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তিরা ৮ দলীয় ফুটবল টুনামেন্টের আয়োজন করলে তালা প্রেস ক্লাবের পক্ষে সভাপতি এস.এম নজরুল ইসলাম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সাতক্ষীরায় পিটিশন ১৯৩৬/২৪(তালা) মামলা দায়ের করেন। উক্ত মামলার শুনানী অন্তে তালা প্রেসক্লাবের নাম ব্যবহারে প্রচার-প্রচারনা সাময়িক বন্ধের আদেশ সহ ২য় পক্ষকে ১০ দিনের মধ্যে কারন দর্শানোর নির্দেশ প্রদান করেন।
তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম বলেন,২০১৭ সালে তার নামে ডাকাতি মামলা,চাঁদাবাজি মামলা,দু,বার তালা সদরের চেয়ারম্যান নির্বাচিত হলেও কেড়ে নেওয়া হয়।নির্বাচন চলাকালে ১৫ টি মটর সাইকেল ভাংচুর ও অগ্নি সংযোগ করে কিন্তু কোন মামলা হয়নি। তার ভাইপো পুলিশ কনষ্টোবল পদে চাকুর পায়। কিন্তু তাকে জামায়াত-বিএনপি বানিয়ে চাকুরীচ্যুত করে। সর্ব শেষ তালা প্রেসক্লাবের ভবনটি দখল করে নেয়। দেশের সর্বোচ্চ আদালত কতৃক তার নেতৃত্বে কমিটির বৈধ ঘোষনা করায় তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে যে সংবাদ প্রকাশ করা বা যে কোন কার্যক্রম পরিচালনা করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
Leave a Reply