চট্টগ্রামে আইনজীবী হত্যাসহ দেশব্যাপী সাম্প্রদায়িক নৈরাজ্যকর পরিস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী বামমোর্চার উদ্বেগ

চট্টগ্রামে আইনজীবী হত্যা, প্রথম আলো, ডেইলি স্টারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও দেশব্যাপী সম্প্রদায়িক নৈরাজ্যকর পরিস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী বামমোর্চা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আজ ২৭ নভেম্বর বুধবার সকাল ১০টায় আফম মাহাবুবুল হক মিলনায়তনে অনুষ্ঠিত মোর্চার সভায় বক্তারা বলেন, একজন হিন্দু নেতাকে গ্রেফতার ও জামিন না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামে একজন আইনজীবীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা অত্যান্ত নিন্দনীয়। এত আত্মদানের পর আবারও পতিত ফ্যাসিষ্ট শাসনের ন্যায় দেশব্যাপী নৈরাজ্যজনক ঘটনা সাধারণত মানুষকে শঙ্কিত করে তুলছে। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে বিক্ষোভের নামে নৈরাজ্য, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার গ্রাফিতিতে কালি লেপন, ভাস্কর্য, মাজার-মন্দির ভাংচুরসহ সম্প্রতি ধারাবাহিক ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মধ্যে হামলার ঘটনা ঘটছে। যা গণ-অভ্যুত্থানের আকাঙ্খার সাথে মোটেই সংগতিপূর্ণ নয়। অন্যদিকে অন্তর্বতী সরকার এই সমস্ত নৈরাজ্য সামাল দিতে চরম হতাশাজনক ভাবে ব্যার্থতার পরিচয় দিচ্ছে।
বক্তারা আইনজীবী হত্যাসহ উল্লেখিত সাম্প্রদায়িক-নৈরাজ্যকর ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ও যারা পেছন থেকে কলকাঠি নাড়ছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার জোর দাবি করেন।
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহীদুল ইসলাম প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *