আশাশুনিতে সিপিপি’র গণ সচেতনতা বৃদ্ধিমূলক মাঠ মহড়া
বিএম আলাউদ্দীন, আশাশুনি ব্যুরো:
আশাশুনিতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর উদ্যোগে গণসচেতনতা বৃদ্ধিমূলক মাঠ মহড়া ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় উপজেলার খাজরা ইউনিয়নের মৌলভী আব্দুল লতিফ কলেজ মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর আয়োজনে মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিপিপি খুলনা অঞ্চল খুলনার উপ পরিচালক মোঃ আব্দুল লতিফ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আশাশুনি স্টেশন ম্যানেজার মোঃ আমজাদ হোসেন। এছাড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানারা বেগম, ইউপি সদস্য ইয়াকুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সিপিপি উপজেলা টিম লীডার আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে সিপিপি ভলেন্টিয়ার ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্যোগ পূর্ব সতর্কতা, দুর্যোগকালীন সময়ে পরিবেশ-পরিস্থিতি ও করনীয়তা অভিনয়ের মাধ্যমে প্রদর্শন এবং দুর্যোগ পরবর্তী করনীয়তা সম্পর্কে কার্যক্রম প্রদর্শন করা হয়। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মহড়া শেষে অংশগ্রহনকারীদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
হলুদ সাংবাদিকের তৎপরতায়
আশাশুনিবাসী উদ্বিগ্ন
বহিরাগত হলুদ সাংবাদিকদের অপ তৎপরতায় আশাশুনি উপজেলার বিভিন্ন অফিস, প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।
বৈষম্য, অন্যায় ও দুর্নীতি বন্ধের লক্ষ্য অর্জনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে নতুন করে স্বাধীনতার সুবাতাস বইতে শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন, আন্দোলনকারী ছাত্র সমাজ সারা দেশে ন্যায়ের ঝান্ডা হাতে নিয়ে তৎপর রয়েছেন। সকল সেক্টরে নতুন ইমেজ তৈরিতে চিন্তাভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেনাবাহিনী বিশেষ ক্ষমতাপ্রাপ্ত হয়ে মাঠে রয়েছেন। এমন একটা আশাব্যঞ্জক পরিবেশের মধ্যেও বহিরাগত কিছু হলুদ সাংবাদিকের অপ তৎপরতায় আশাশুনির বিভিন্ন এলাকার সরকারি অফিস, কারখানা, ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগিরা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাতক্ষীরা থেকে একটি মোটর সাইকেলে চেপে তিন সাংবাদিক (তাদের নামের আদ্যাক্ষর ‘ই’ ‘আ’ ও ‘লা’) বিভিন্ন ভূমি অফিস, বেকারী কারখানা, ইটভাটাসহ অন্যান্য অফিস ও প্রতিষ্ঠানে তথ্য নেওয়ার নাম করে গমন করেন। নানা কথাবার্তার পর যাতয়াত খরচ ও লাঞ্চের কথা বলে বড় অংকের টাকা দাবী করেন। না দিতে চাইলে বিভিন্ন অনলাইন পত্রিকা, ফেসবুক চ্যানেল বা প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশের ভয়ভীতি পর্যন্ত দেখান হয়ে থাকে বলে তারা অভিযোগ করেন।
ইতিপূর্বে বুধহাটার বেকারী কারখানায় চাঁদাবাজী করতে গেলে কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে সিসি ক্যামেরার রেকর্ড করা ভিডিও ও কারখানা মালিকের ভাষ্যমতে, মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছিল। তখন জেলা ব্যাপী সমালোচনার ঝড় উঠেছিল। আরেকবার সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সোদকনা গ্রামের ইটের ভাটায় চাঁদাবাজী করতে গেলে তিনি ৩ সাংবাদিককে আটকে রাখেন। পরবর্তীতে মুচলেকা দিয়ে তারা রেহাই পান।
ভুক্তভোগিরা জানান, ছলছুতো খুজে চাঁদাবাজীর কারনে তারা খুবই বিচলিত। দীর্ঘদিন যাবৎ অভিযুক্ত সাংবাদিকরা অবৈধ পন্থাবলম্বন করে চাঁদাবাজি করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে মুখ খুললে অকথা কুকথা ও মিথ্যাচার করে মান সম্মান হানি করারমত পরিস্থিতির উদ্ভব করতে পারে। এমন পরিস্থিতির কথা চিন্তা করে মুখ বন্ধ রাখতে বাধ্য হন অনেকে। তারা ‘ই-আ-লা’ নামের তিন হলুদ সাংবাদিকের হাত থেকে রক্ষা পেতে প্রশাসন, প্রেস ক্লাব, সাংবাদিক সংগঠন ও মিডিয়া সম্পাদকগণের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
আশাশুনিতে পুলিশের অভিযানে এক আসামী গ্রেফতার
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা মূলে এক আসামীকে গ্রেফতার করেছে। সোমবার সকালে আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর নেতৃত্বে এএসআই মোঃ হান্নান মিয়া অভিযান চালিয়ে সিআর-১১৯/২২ (পাইকঃ) এর আসামী আগরদাড়ী গ্রামের হিমায়েত মোল্লার ছেলে ইয়াছিন আলী মোল্ল্যাকে আশাশুনি থানা এলাকার হতে গ্রেফতার করেন।
আশাশুনির বুধহাটা পূর্বপাড়া প্রাইমারী স্কুল পরিদর্শন
আশাশুনি উপজেলার বুধহাটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে বিদ্যালয়টি পরিদর্শন করা হয়।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রকিব সোমবার সকালে বিদ্যালয়টি পরিদর্শনে যান। তিনি সকল শ্রেণিতে গমন করে ক্লাশ পরিদর্শণ করেন। পরিদর্শনকালে ১ম ও ২য় শ্রেণির সকল শিক্ষার্থীরা যাতে বাংলা ও ইংরেজি রিডিং পড়তে পারে সে ব্যবস্থা নেওয়া, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন প্রস্তুতি নেয়া, বিদ্যালয়ের সামনে নদী খননকালে স্তুডকৃত মাটি অপসারনের ব্যবস্থা করার নির্দেশণা প্রদান করেন এবং একটি নতুন স্কুল ভবন নির্মানের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান। এসময় সহকারী শিক্ষক স ম মাহবুবর রহমান, সন্যাসী মন্ডল, অদ্বিতী আমিন ও পিংকী মন্ডল উপস্থিত ছিলেন।
Leave a Reply