আশাশুনিতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রিজাউল করিম, সাতক্ষীরা : ‘জলবদ্ধতা দূর করো, ধানের জমি রক্ষা করো’ এই স্লোগানে সাতক্ষীরার আশাশুনির খাজরায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় খাজরা ইউনিয়ান বাসির আয়োজনে বড়দল ও খাজরার কালকি স্লুইচগেটের খালের মধ্যে দাড়িয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো: রাসেল মোড়ল, মো: জাকির মোড়ল, ইউনুস সরদার, মোস্তাফিজুর রহমান, মোহম্মদ সাঈদ সরদার সাইফুল ইসলাম বাচ্চু, মিজান সরদার, সাইফুল ইসলাম, সুমন মোড়ল, আহসানুল্লাহ সদ্দার, রায়ান সরদার, মনিরুল সরদার, মনিরুল মোড়ল, আলফাজ মোড়ল, সজিব হোসেন আজিজুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মাত্র ১ কিলোমিটার খাল খনন না করার কারনে দুইটি ইউনিয়নের ১০ হাজার বিঘা ধানের জমি ৫ টি প্রাথমিক বিদ্যালয় ও একটি দাখিল মাদ্রাসা প্রায় ৪ মাস যাবৎ পানি বন্দি হয়ে আছে। অনতিবিলম্বে কালকি স্লুইচগেটের সামনে ১ কিলোমিটার খাল খনন করলে বড়দল ও খাজরা ইউনিয়ানের প্রায় ১০ হাজার বিঘা জমিতে ফসল উৎপাদন হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *