আশাশুনিতে গণ আন্দোলনে নিহত ও আহতদের স্মরনে আলোচনা সভা

আশাশুনিতে জুলাই ২৪এর গণ আন্দোলনে নিহত ও আহতদের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার সকালে আশাশুনি মহিলা কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. আমিনুল ইসলাম।
 নিহতদের স্মরণে তাদের আত্মার শান্তি কামনা করে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, প্রভাষক শ্যামা প্রসাদ সরকার, বিভাষ দাস, প্রকাশ দাশ, মুকুন্দ সরদার, আল আমিন হোসেন, সাজেদা সুলতানা ও নুরুল হুদা।
সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন প্রভাষক রতন কুমার অধিকারী।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের সুফল পেতে হলে রাষ্ট্র গঠনে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভা শেষে নিহতদের স্মরণে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মো. আবু জাফর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *