আমাদের লক্ষ্য অর্জনের প্রধান উপায় নির্বাচন: মির্জা ফখরুল

বর্তমান সরকার সংস্কার কাজ শেষ করে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত মঙ্গলবার লালমনিরহাটের ‘জিয়া স্মৃতি ফুটবল টুনার্মেন্ট’এ জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই সরকারের প্রতি সহনশীল হতে, যেনো সংস্কারের কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকার দ্রুতই শেষ করতে পারে।

তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত সংস্কার কাজ শেষ করে সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা করি। আমাদের লক্ষ্য অর্জনের প্রধান রাস্তা হলো নির্বাচন।

মির্জা ফখরুল আরও বলেন, অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের চাইতে এই সরকারের চরিত্রটা ভিন্ন। এই সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। তারা একটা নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে পারবেন।

নতুন উপদেষ্টাদের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘বিতর্কিত কোনো ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে ড. ইউনূসসহ সরকারের সবাইকে চিন্তা করতে হবে। বিতর্ক সৃষ্টি না হওয়ার ব্যাপারে খেয়াল রাখতে হবে

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *