আইনজীবী হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় শোকসভা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা :চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে  সাতক্ষীরা শহীদ আসিফ চত্বরে শোকসভা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
সমাবেশ চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ‘দিল্লি না ঢাকা,ঢাকা ঢাকা’ ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না’ ‘ইসকন তুই স্বৈরাচার এই মুহূর্তে বাংলা ছাড়,’ ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’ আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
শোকসভা ও সম্প্রীতি সমাবেশ অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন , পতিত স্বৈরাচারের দোসররা প্রতি বিপ্লব করতে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ এ ব্যাপারে সচেতন রয়েছে। আমরা মনে করি, ভারতের প্রত্যক্ষ মদতে এই ঘটনা ঘটেছে। রাষ্ট্রপক্ষের তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার বিচার দাবি করছি। অতি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।
এসময় বক্তব্য রাখেন বখতিয়ার হোসেন, তারিক ইসলাম,ওমর তাসনিম রাহাত, রিফাত,মুসানুর রহমান প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *