খুলনার পাইকগাছায় প্রধান শিক্ষক ভৈরবী রানী রায়ের অপসারণের দাবিতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেনীকক্ষে তালা ঝুলিয়ে বিদ্যালয়ের প্রবেশ পথে প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে। পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
সরেজমিনে উপস্থিতে জানাযায়, বিভিন্ন সময় স্কুলের শিক্ষার্থী সহ শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সহ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম করে আসছিলেন পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরবী রানী রায়। এ কারনে ১১দফা দাবি তুলে প্রধান শিক্ষক ভৈরবী রানী রায়ের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
ঘটনা অবগত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন দ্রুত বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরের বিক্ষোভ স্হলে এসে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন তুলে নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন আরো বলেন, প্রধান শিক্ষক ভৈরবী রানী রায় মোবাইলের মাধ্যমে জানিয়েছেন আগামী ২৪ নভেম্বর পদত্যাগ করবেন। এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ভৈরবী রানী রায় বিদ্যালয়ে উপস্থিত না থাকায় ও ব্যবহৃত মোবাইল ফোন বন্দ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
Leave a Reply