নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরায় একটি প্রভাবশালী মহল কতৃক অন্যের ক্রয়কৃত জমির মৎস্য ঘের থেকে জোর পূর্বক দখল করে মাছ ধরে বিক্রি ও পাকাধান কাটার অভিযোগ পাওয়া গেছে।
সাতক্ষীরার সেনাক্যাম্পের অধিনায়ক বরাবর লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে,পদ্মশাখরা গ্রামের জাহাঙ্গীর হোসেনগং একই গ্রামের মৃত কুন্জবিহারীর পুত্র সুপদ সরকারের নিকট থেকে ২০১৪ সালে ১একর ৫৭ শতক জমি রেজি: কোবলা দলিলমুলে ক্রয় করে মৎস্য ঘের করে মাছ চাষ ও ধান চাষ করিয়া শান্তি পূর্ণ ভাবে ভোগদখল করে আসছে। কিন্তু সম্প্রতি দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভোমরা ইউনিয়নের কৃষক দলের আহবায়ক ও পদ্মশাখরা গ্রামের রফিকুল ইসলামের পুত্র মোস্তাফিজুর রহমান সুমন (৩৩) এর নেতৃত্বে বিভিন্ন জায়গা হতে লোকজন নিয়ে গত ১৭ অক্টোবর প্রকাশ্য দিবালোকে উক্ত মৎস্য ঘেরটি জোর পূর্বক দখল ও ঘেরের বাসা ভাংচুর করে এবং পরদিন ওই মৎস্য ঘের থেকে প্রায় ২ লক্ষাধিক টাকার মাছ ধরে বিক্রি করে। এতে বাধা দিতে গেলে তাদের হুমকির মুখে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। এঘটনার পর গত৪ নভেম্বর সোমবার ওই চক্রটি পুনরায় জোর পূর্বক আনুমানিক ৫০ হাজার টাকার ধান কাটতে থাকে। এতে বাধা দিতে গেলে তারা বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়া চলে যায়।এতে ক্ষতিগ্রস্থ ওই পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।এব্যাপারে ভুক্তভোগী ওই পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরার সেনাক্যাম্পের অধিনায়ক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে সুত্রটি জানিয়েছেন। বিষয়টি জানতে মোস্তাফিজুর রহমান সুমনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও তার নাম্বার বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Leave a Reply