শ্যামনগর:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আজাদ খোকন,রবিবার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ-আলম ও বিএনপি’র বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সম্প্রতি অগ্রযাত্রা নামক ইউটিউব চ্যানেল এবং এবি লাইভ ফেইসবুক পেজে গাজী শাহ-আলম ও বিএনপি সম্পর্কে মিথ্যা তথ্য সংবাদ প্রচার করা হয়, যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে জানান তিনি।
মাহবুব আজাদ খোকন অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও কৈখালী ইউনিয়ন বিএনপি সভাপতি আবু খায়ের মল্লিক পরিকল্পিতভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।
কৈখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব খোকন আরও দাবি করেন, শেখ আব্দুর রহিম বিভিন্ন অপরাধের সাথে যুক্ত থাকলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির প্রার্থী শাহ-আলমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ী পরেশ কুমার গায়েন ও নিমাই রপ্তান উল্লেখ করেন যে, আওয়ামী লীগ সরকার পতনের রাতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার মিথ্যা অভিযোগ এনে কৈখালী ইউনিয়নের বিএনপি সভাপতি আবু খায়ের মল্লিক ও চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ইচ্ছাকৃতভাবে গাজী শাহ-আলমের সাথে এসব বিষয় জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করেন।
গাজী শাহ-আলম জানান, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক ছিলাম। মানব সেবার ব্রত নিয়ে কৈখালীতে ফিরে আসি এবং দুইবার নির্বাচনে অংশগ্রহণ করি। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও আমার জনপ্রিয়তা বৃদ্ধির জন্যই আমার বিরুদ্ধে এই ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।
কৈখালী ইউনিয়ন বিএনপি এই মিথ্যা সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে হলুদ সাংবাদিকতা বন্ধ ও সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছে।
Leave a Reply