1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
৬ কার্তিক, ১৪৩১
Latest Posts
📰ঘুষ, চাঁদাবাজি, প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে📰১৯ দিনে এলো ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স📰শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করেছি📰রাষ্ট্রপতির কোথায় থাকা দরকার, তা ছাত্রসমাজ নির্ধারণ করবে: সারজিস📰সাতক্ষীরায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক ও পিছিয়েপড়া নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ 📰ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্লাস্টিক বজ্যের বিনিময়ে গাছের চারা বিতরণ📰এইচপিভি টিকাদান কার্যক্রম বাস্তবায়নে জেলা তথ্য অফিসর অবহিতকরণ সভা📰সদর থানায় হামলা মামলার আসামী অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার📰এইচএসসির বৈষম্যহীন রেজাল্ট দাবিতে যশোর শিক্ষাবোর্ড ঘেরাও📰সাতক্ষীরায় গৃহবধূ ও যুবককে নির্যাতন : থানায় মামলা, স্বামীসহ আটক তিন

জেলা সাব রেজিষ্টার অফিসের মূল ভলিউম থেকে পাতা ছিঁড়ে  জাল দলিল তৈরি গ্রেপ্তারকৃতদের জামিন শুনানী ২৪ অক্টোবর

রঘুনাথ খাঁ
  • হালনাগাদের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৫ সংবাদটি পড়া হয়েছে

ফলোআপ

সাতক্ষীরা:
বাবার বন্টনকৃত চারটি দলিল থেকে দুই
বোনের ২৩ বিঘা জমি ফাঁকি দিতে সাতক্ষীরা জেলা সাব
রেজিষ্টার অফিসের মূল ভলিউম রেজিষ্টার থেকে পাতা ছিঁড়ে
সত্যায়িত জাল দলিল তৈরির সাথে জড়িত থাকার অভিযোগে
গ্রেপ্তারকৃত কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী
শওকত হোসেনসহ পাঁচজনের জামিন শুনানীর দিন আগামি ২৪
অক্টোবর ধার্য করেছে আদালত। রবিবার সাতক্ষীরার আমলী আদালত-১
এর বিচারক নয়ন কুমার বড়াল আসামীপক্ষের জামিন আবেদন শুনানী
শেষে বৃহত্তর শুনানীর জন্য ওই দিন ধার্য করেন।
এদিকে ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেনসহ
পাঁচজন রেজিষ্ট্রি অফিসের ভলিউম ছেঁড়া ও জাল দলিল তৈরির ঘটনার
নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. মিতা রানী সরকার
জানান, জেলা সাব রেজিষ্ট্রি অফিসের নকলনবীশ তার স্বামী অনল
কুমার রায়সহ কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী
শওকত হোসেন তার ভাইপো ইয়াছিন আরাফাত ওরফে শাওন, সাতক্ষীরা
সদর সাব রেজিষ্ট্রি অফিসের বরখাস্তকৃত দলিল লেখক এসএম
শাহজাহান, সাতক্ষীরা সাব রেজিষ্ট্রি অফিসের সাবেক অফিস
সহকারি কাজী আবুল বাসারকে চারটি দলিলের ভলিউম বই এর পাতা
ছেঁড়া ও জাল দলিল তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে
বৃহষ্পতিবার রাতে জেলা সাব রেজিষ্ট্রি অফিস থেকে সদর থানার
পুলিশ আটক করে। পরদিন ওই পাঁচজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার
দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। রবিবার তাদের পক্ষে
আদালতে জামিন আবেদন করা হয়। বিচারক নয়ন কুমার বড়াল
আসামী পক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানী শেষে বৃহত্তর শুনানীর জন্য আগামি ২৪
অক্টোবর দিন ধার্য করেন। জামিন শুনানীতে অংশ নেন অ্যাড. আব্দুল
মজিদ(২), অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, অ্যাড. অজয়

সরকারসহ কমপক্ষে দুই ডজন আইনজীবী। রাষ্ট্রপক্ষকে সহায়তা করেন
অ্যাড. আব্দুস সাত্তার।
এদিকে সাতক্ষীরা জেলা রেজিষ্ট্রি অফিস সূত্রে জানা গেছে,
২০২৩ সালের ১৪ মার্চ যশোরের বাঘারপাড়া থেকে সাতক্ষীরা সদর
সাব রেজিষ্টিার হিসেবে যেগেদান করেন রিপন মুন্সি। ওই মাসেই
জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতির সভায় পরিচয় প্রদানকালে জেলা
প্রশাসক হুমায়ুন কবীর জানতে পারেন যে ুরপন মুন্সি অফিস
সহকারি থেকে পদায়ন হয়ে (বিসিএস ক্যাডার না হয়ে) সাব
রেজিষ্টার হিসেবে কর্মরত রয়েছেন। এতে ওই সভায় অনেকেই অবাক
হয়ে যান। এরপর থেকে নকল নবীশ খুলনা জেলার কয়রা উপজেলার অনল
কুমার রায়কে নিজের কাছের লোক মনে করে তাকে দিয়ে অনেক
অবৈধ দলিল তৈরি করেছেন। একপর্যায়ে অনল রিপন মুন্সির কাছ
থেকে সরে আসেন। এতে ক্ষুব্ধ ছিলেন সদর সাব রেজিষ্টার। সাব
রেজিষ্টারের বিরুদ্ধে সি-িগেট তৈরি করে অনিয়ম ও দূর্ণীতির
মাধ্যমে মাসে লক্ষ লক্ষ টাকা উপর্জনের অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী সহকারি নরেশ চন্দ্র মল্লিক
জানান, কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান হাজী শওকত
হোসেন তার একজন মোয়াক্কেল। চারটি দলিলের ভলিউম সার্চিং
করার জন্য বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে জজ কোর্ট থেকে
একটি ইজিবাইকে করে তাকে সাব রেজিষ্ট্রি অফিসে নিয়ে
আসেন গাজী শওকত হোসেন ও তার চাচাত ভাই ইয়াছিন
আরাফাত ওরফে শাওন। গাজী শওকত হোসেন রাস্তায় অবস্থান করে শাওন
ও তাকে চারটি ৪৫২০/৯৩,৩০৭৭/৯৩, ৪৫১৫/৯৪ ও৩৭৬১/৯৫ নং
রেজিষ্ট্রি কোবালা দলিলের ভলিউম বই সাচিং এর জন্য বলেন। পূর্ব
পরিচিত রেজিষ্ট্রি অফিসের তিন তলায় অবস্থানরত ভলিউম রাইটার
আবু বাসারত এর কাছে শাওনকে নিয়ে যান তিনি। এ সময়
শাওনের কাছে ওই চারটি দলিলের সত্যায়িত জাল কপি ছিলো।
সার্চিং এর পরপরই তড়িঘড়ি করে নিজের টেবিলে এসে তাকেও
শাওনকে বসতে বলে রেজিষ্টারের কাছে চলে যান বাসারত। এরপরপরই
শাওন তাকে নিয়ে রেজিষ্ট্রি অফিসের বাইরে আসার চেষ্টা করে।
অফিসের লোকজন তাদেরকে ধরার জন্য দৌড় ঝাঁপ করলে চেয়ারম্যান
গাজী শওকত হোসেন পালিয়ে যান। দলিল লেখক ও ভলিউম লেখকরা
তাদেরকে ধরে মারপিট করার পর সদর সাব রেজিষ্টারের কাছে নিয়ে
যায়। সেখানে তার (নরেশ) বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না
হওয়ায় সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল

মান্নান বাবলু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুর কাছে
তাকে ছেড়ে দেওয়া হয়।
সদর সাব রেজিষ্ট্রি অফিস এলাকার স্ট্যম্প ভে-ার শাল্যে গ্রামের
জাকির হোসেন জানান, এসএম শাহজাহানের কাছের লোক বলে
পরিচিত দলিল লেখক হুজুর মিজান তার কাছ থেকে কয়েকটি ৫০
টাকার স্ট্যাম্প কিনেছিলেন। ওই স্টাম্পগুলো শওকত চেয়ারম্যানের
চারটি দলিলের নকল তোলার কাজে ব্যবহার করা হয়েছে মর্মে তিনি
শুনেছেন।
সাতক্ষীরা জেলা সাব রেজিষ্ট্রি অফিসের কয়েকজন দলিল লেখক ও
ভলিউম রাইটার নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান,
অনিয়ম ও দূর্ণীতির কারণে শহরের কাটিয়ার দলিল লেখক এসএম
শাওজাহানকে বরখাস্ত করা হয়। এরপর তিনি স্ত্রীর নামে স্ট্যাম্প ভে-ার
পরিচালনা করে আসছেন। জমির হারির সাত লাখ ৯২ হাজার টাকা
ফেরৎ পেতে আদালতে গত ১০ অক্টোবর ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান
গাজী শওকত হোসেন ও তার ভাই আবু জাফর গাজীসহ সাত জনের
বিরুদ্ধে আদালতে মামলা করেন তাদের ভাগ্নে ইমরান হোসেন।
বোনদের ২৩ বিঘা জমি ফাঁকি দিতে গাজী শওকত হোসেন গত
১৪ অক্টোবর রেজিষ্ট্রি অফিসে জালিয়াতির শীর্ষস্থানে থাকা
এসএম শাওজাহান এর শরনাপন্ন হন। শাহাজাান বিষয়টি
অবসরপ্রাপ্ত অফিস সহকারি আবুল বাসার(বর্তমানে সদর সাব
রেজিষ্টারের নির্দেশে কর্মরত) এর সঙ্গে চুক্তিবদ্ধ হন। চারটি দলিলের
ভলিউমের পাতা ছিঁড়ে নতুন স্টাম্পে দাতার নাম ঠিক রেখে
গ্রহীতা লতিফা ও জাহানারার নামের পরিবর্তে গাজী শওকত
হোসেন ও আবু জাফর এর নাম বাসিয়ে দেওয়ার শর্তে চুক্তি হয়
পাঁচ লাখ টাকার। পরিবর্তিত ভলিউম অনুযায়ি চারটি জাল দলিল
তুলতে আবুল বাসার পান ২০ হাজার টাকা। তবে ভলিউমের পাতা
ছেঁড়ার ব্যাপারে মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগ ওঠে
নকলনবীশ অনল কুমার রায় এর বিরুদ্ধে। তবে এ ঘটনায় জালিয়াতির
মূল হোতা হিসেবে রিপন মুন্সিকে অনেকেই দায়ী করে তাকে
দুদকের হাতে তুলে দেওয়ার আহবান জানান।
সূত্রটি আরা জানায়, ইয়াছিন আরাফাত শাওন আটক হওয়ার খবর
পেয়ে চেয়ারম্যান গাজী শওকত হোসেন বিভিন্ন স্থানে দেনদরবার
করেন। এরই মধ্যে পিওন মহসিনকে দিয়ে একে এক এসএম
শাহজাহান, আবুল বাসার ও অনল রায়কে অফিসে ডাকান রেজিষ্টার
রিপন মুন্সি। তড়িঘড়ি করে অনল রায়কে অফিসের মধ্যে ঢুকিয়ে

দলিল লেখকদের পিটানি থেকে বাঁচানোর কথা বলে ভলিউমের পাতা
ছেঁড়া সংক্রান্ত একটি কম্পিউটার করা কাগজে সাক্ষর করিয়ে
নেন রিপন মুন্সি। একপর্যায়ে সদর সাব রেজিষ্টারকে মোটা অংকের
টাকা দিয়ে ম্যানেজ করে ভাইপোকে ছাড়িয়ে নিতে রাত সাতটার
দিকে রেজিষ্ট্রি অফিসে আসের গাজী শওকত। ইয়াছিন আরাফাত
ওরফে শাওন, সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের বরখাস্তকৃত দলিল
লেখক এসএম শাহজাহান, সাতক্ষীরা সাব রেজিষ্ট্রি অফিসের
সাবেক অফিস সহকারি কাজী আবুল বাসার ও অনল কুমার রায়কে
্ধসঢ়;একটি ঘরে আটক রাখা হলেও চুক্তি অনুযায়ি রিপন মুন্সি
চেয়ারম্যান শওকত হোসেনকে রকর্ডরুমে লুকিয়ে রাখেন। রাত ৯টার
দিকে মওকত ব্যতীত বাকী চারজনকে পুলিশে সোপর্দ করা হয়।
বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর একজন নকল নবীশ,
পিওন মহসিন ও কর্মকর্তা পরিমলের সঙ্গে পরামর্শ করে নৈশপ্রহরী
ফজলুর মাধ্যমে গাজী শওকতকে নিরাপদে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া
হয়। গাজী শওকত রেকর্ড রুম থেকে নীচে নামা মাত্রই
সাংবাদিকদের বাধার মুখে পড়েন। জালিয়াতির হোতা গাজী
শওকতকে কে পুলিশে দেওয়া হয়নি সাংবাদিকদের প্রশ্নের জবাবে
তাকে ক্লিন সার্টিফিকেট দেন সাব রেজিষ্টার রিপন মুন্সি।
তবে সাংবাদিকরা খবর দিলে পুলিশ রাত একটার দিকে মওকতকে
থানায় নিয়ে যায়। জালিয়াতির ঘটনায় রেকর্ড কিপার প্রদীপ
ঘোষ থানায় ওই পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির
অভিযোগে ১৭ অক্টোবর ২১ নং মামলা দাখিল করলেও পরে সিদ্ধান্ত
পরিবর্তণ করে মামলার দায়িত্ব দূর্ণীতি দমন কমিশনের উপর ন্যস্ত
করে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
সদর সাব রেজিষ্টার রিপন মুন্সির বিরুদ্ধে বাঘারপাড়া সাব
রেজিষ্ট্রি অফিসে চাকুরি করা কালিন নারী কেলেঙ্কারীর মামলা
ছাড়াও সাতক্ষীরা অফিসে অনিয়ম ও দূর্ণীতির মাধ্যমে দলিল
তৈরিতে লক্ষ লক্ষ টাকা ঘুষ, হিন্দু সম্প্রদায়ের জমি বিক্রিতে দলিল
পিছুি ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা উৎকোচ গ্রহণ ছাড়াও
হাজারো অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর সাব রেজিষ্টার রিপন মুন্সির সঙ্গে তার
০১৭১৬-৮৯২২৪৪ নং মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে
তিনি সাংবাদিক পরিচয় শুনে বলেন, জানেন তো এটা সিলেটের
নাম্মার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd