অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক
দম্পতিকে আটক করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাত পৌনে
১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে
তাদের আটক করা হয়।
আটক দুজনের বাড়ি বাংলাদেশে হলেও তাদের কাছ থেকে উদ্ধার
হয়েছে ভারতের জাতীয় পরিচয়পত্র।
আটকৃতরা হলেন, জেলার কলারোয়া উপজেলার পশ্চিম খোরদো
গ্রামের মৃত নরিম গাজীর ছেলে মোঃ আজিজুল গাজী (৪৫) ও তার
স্ত্রী মোছাঃ শাহানারা খাতুন (৪২)।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল
আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানি
বিওপি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা শুক্রবার রাত ১১টার দিকে
কালিয়ানি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে
যাওয়ার সময় দুইজনকে আটক করে। বিজিবি’র উপস্থিতি টের
পেয়ে পালিয়ে যায় দুই দালাল। এসময় তাদের কাছ থেকে দেড় হাজার
বাংলাদেশি টাকা, দুই হাজার ৪৫০ ভারতীয় রুপী, দুটি ভারতীয়
এনআইডি কার্ড ও একটি ভারতীয় স্মার্টকার্ড উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের সাতক্ষীরা সদর থানায়
সোপর্দ করা হয়েছে। একই সাথে তাদের ভারতে পারাপারে সহায়তার
অভিযোগে দুই দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply