1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
২১ চৈত্র, ১৪৩১
Latest Posts
📰কিষান মজদুর ইউনাইটেড একাডেমী স্কুলে ৬০ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত📰আশাশুনিতে যুগল প্রেমিকার আত্মহত্যা📰জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা কানাডার ট্রাইব্যুনালের📰বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা ট্রাম্পের, সম্পর্ক জোরদারের বার্তা📰সাতক্ষীরায় কাজী আহসান হাবিব সম্রাটের আয়োজনে পথচারীদের ইফতার বিতরণ📰সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 📰সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা📰ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরা পরিবহন কাউন্টারে মনিটারিং📰সাতক্ষীরা আয়েনউদ্দীন মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন📰চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা

শার্শায় বিএনপির কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত

হুমায়ন কবির মিরাজ
  • হালনাগাদের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৮৩ সংবাদটি পড়া হয়েছে
যশোরের শার্শায় দুটি ইউনিয়নে ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে,আনন্দ উল্লাস পূর্ণ এই নির্বাচন সকলের মনকে প্রফুল্লিত করেছে। বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন ও ডিহি ইউনিয়নে ইউনিয়ন কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়।একাধিক প্রার্থী থাকায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উলাশী ইউনিয়নে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ হয়েছে। ডিহি ইউনিয়নে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হয়েছে। উলাশী ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  সভাপতি পদে মোঃ হামিদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে কদর আলী মেম্বার জয় লাভ করে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোঃ মনিরুল ইসলাম মনি ও মোহাম্মদ রুহুল আমিন নির্বাচন অংশ নেয়।এই নির্বাচনে উলাশী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৩৭০ জন তাদের ভোট প্রদান করেন। এরমধ্যে রুহুল আমিন পেয়েছেন ৩১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল ইসলাম মনি পেয়েছেন ৪৭ ভোট।
অপরদিকে ডিহি ইউনিয়নে নয়টি ওয়ার্ডে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪২২ জন ভোট প্রদান করেন। সভাপতি পদে মোহাম্মদ অলিয়ার রহমান পেয়েছেন ২৬৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম সরদার পেয়েছেন ১৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে জব্বার সরদার পেয়েছেন ২৯৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাইরুল হক পেয়েছেন ১১৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো: সালাউদ্দিন পেয়েছেন ২১৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মইন উদ্দিন মন্টু পেয়েছেন ১৯৬ ভোট।
শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য দুইটি ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোট পরিদর্শন করেন,যশোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবিরুল হক সাবু,শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির, আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আশরাফুল আলম বাবু, মোস্তফা কামাল মিন্টু, আহমদ আলী শাহীন, ইসমাইল হোসেন শান্তি।নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ কে সরফুদৌলা ছবলু,নির্বাচন পরিচালনায় সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন, নাজমুল আহসান বাবুল,আনোয়ার পারভেজ, তুষার আহমেদ টগর, আসাদুজ্জামান মিঠু, মোঃ সালাউদ্দিন, সোহেল রানা। নির্বাচনের ফলাফল শেষে নির্বাচিতদের শুভেচ্ছা জানান থানা ও জেলা কমিটির নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd