মুসলিম নেতাদের যে ব্যতিক্রমী বার্তা দিলেন কমলা

মুসলিম নেতাদের যে ব্যতিক্রমী বার্তা দিলেন কমলা

কমলার প্রেসিডেন্ট নির্বাচনের দায়িত্ব থাকা প্রচারণার প্রতিনিধিদল মুসলিমদের সমর্থন ফিরে পেতে তৎপর রয়েছেন।  এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের একজন সিনিয়র উপদেষ্টা বুধবার আমেরিকান মুসলিম ও আরব নেতাদের সঙ্গে দেখা করেছেন।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে এবং লেবাননের দক্ষিণ এবং কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকায় যেসব ভোটার ক্ষুব্ধ হয়েছেন তাদের ডেমোক্র্যাটদের শিবিয়ে ফিরিয়ে আনতে চান কমলা হ্যারিস।

ভাইস প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট প্রার্থীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিল গর্ডান ভার্চুয়াল বৈঠকে মুসলিম সম্প্রদায়ের  নেতাদের বলেন, ডেমোক্র্যাট (বাইডেন) প্রশাসন গাজায় যুদ্ধবিরতি, লেবাননে কূটনৈতিক সমাধান এবং ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সমর্থন করেন।

একজন লেবানিজ-আমেরিকান অ্যাটর্নি এবং সম্প্রদায়ের নেতা আলি দাগের বলেন, ‘হ্যারিসের অফিস থেকে এমন প্রতিশ্রুতি যথেষ্ট ছিল না। এটি খুব কম হয়েছে, খুব দেরি হয়ে গেছে।’ তবে দাগের নিজে বৈঠকে অংশ নেননি।

ডেমোক্র্যাট নেতা কমলা নভেম্বরে রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন।

খবর এনডিটিভির।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *