ফাইনালে বাংলাদেশ একাদশে এক পরিবর্তন

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আর কিছুক্ষণ পরই শুরু হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার সেমিফাইনালের একাদশ থেকে ফাইনালের একাদশে একটি পরিবর্তন এনেছেন।

সেমিফাইনালে খেলেছিলেন বয়সভিত্তিক ফুটবলে দুর্দান্ত পারফর্ম করা ফরোয়ার্ড সাগরিকা। ফিট হয়ে তার পরিবর্তে ফাইনালের একাদশে ফিরেছেন শামসুন্নাহার জুনিয়র।

২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশ প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল। ওই ফাইনালের জোড়া গোলদাতা কৃষ্ণা রাণী সরকার এবারও দলে রয়েছেন। সম্পূর্ণ ফিট ও সেরা ফর্মে না থাকায় তিনি একাদশে জায়গা পান না। বদলি হিসেবে খেলান কোচ বাটলার। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় ফাইনাল ম্যাচটি শুরু হবে।

নেপাল নারী সাফে কয়েকবার ফাইনাল খেললেও এখনও শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি। বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে চায় হিমালয়ের দেশটি। গত সাফে নেপালের প্রধান খেলোয়াড় সাবিত্রা ভান্ডারী খেলতে পারেননি। এবার ফাইনালে সাবিত্রা প্রধান আশা-ভরসা নেপালের। তবে সেমিফাইনালে লাল কার্ড দেখায় ফাইনালে নেই আরেক স্বাগতিক তারকা রেখা।

আন্তর্জাতিক ফুটবলের সাধারণ নিয়ম নক-আউট পর্বে নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায়। সাফে অবশ্য অতিরিক্ত ত্রিশ মিনিট নেই। সরাসরি টাইব্রেকার। নেপাল সেমিফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে, বাংলাদেশ ৭-১ গোলে ভুটানকে উড়িয়ে দিয়েছিল।

ফাইনালে বাংলাদেশ একাদশ : রুপনা চাকমা, মাসুরা পারভিন, শিউলি আজিম, আফিদা খন্দকার, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *