কমলা হ্যারিসের প্রচারে এ আর রাহমানের সংগীতায়োজন

ভারতীয়–আফ্রিকান বংশোদ্ভূত কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট। ৫ নভেম্বরের নির্বাচনে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা হ্যারিসের সমর্থনে একটি সংগীতায়োজনের ভিডিও ধারণ করেছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমান। ৩০ মিনিটের এ ভিডিও কমলার প্রচারণায় ব্যবহার করা হবে।

৩০ মিনিটের সংগীতায়োজনের ভিডিও রেকর্ড করার মধ্য দিয়ে এ আর রাহমান হলেন দক্ষিণ এশিয়ার প্রথম কোনো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী, যিনি কমলার প্রতি সরাসরি সমর্থন জানালেন।

১৩ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টায় এশিয়ান–আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স (এএপিআই) ভিক্টরি ফান্ডের ইউটিউব চ্যানেলে এ আয়োজন প্রচারিত হবে। এএপিআই ভিক্টরি ফান্ডের পক্ষ থেকে বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এ আয়োজনে এ আর রাহমানের শ্রোতাপ্রিয় কিছু গান থাকছে। সঙ্গে আরও থাকছে কমলার প্রচারের পক্ষে এবং এএপিআই সম্প্রদায়ের মানুষদের প্রতি তাঁর (কমলার) প্রতিশ্রুতি নিয়ে বার্তা।

এএপিআই ভিক্টরি ফান্ডের চেয়ারপারসন শেখর নরসিমহান বলেন, ‘এই সংগীতায়োজনের মধ্য দিয়ে এ আর রাহমান যুক্তরাষ্ট্রের অগ্রগতি ও প্রতিনিধিত্বের সপক্ষে দাঁড়ানো নেতা ও শিল্পীদের কাতারে নিজের কণ্ঠস্বরকে যুক্ত করেছেন।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *