এইচএসসির বৈষম্যহীন রেজাল্ট দাবিতে যশোর শিক্ষাবোর্ড ঘেরাও

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে যশোর শিক্ষাবোর্ড পাঁচ ঘন্টা ঘেরাও করেছে একদল শিক্ষার্থী। রোববার (২০ অক্টোবর) দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের ঢাকা রোডস্থ শিক্ষা বোর্ডের পুরাতন ভবনের ভেতরের গেট আটকে ও বাইরে শিক্ষার্থীরা অবস্থান নেয়।

এসময় তারা সম্প্রতি প্রকাশিত এইচএসসির বৈষম্যহীন রেজাল্ট দাবি করে নানা শ্লোগান দিতে থাকে। এরআগে শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে শিক্ষার্থীরা যশোর শিক্ষাবোর্ড অফিসের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে তারা শ্লোগান দিতে দিতে মূল পুরাতন ভবনের ভেতরে প্রবেশ করে। তারা ক্লপাসিবল গেট বন্ধ করে ও সিড়ির মুখে অবস্থান নিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের চলাচল বন্ধ করে দেয়। বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে ফিরে যায়। এসময় পর্যন্ত শিক্ষাবোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে অবরুদ্ধ হয়ে থাকে।

শিক্ষার্থীরা জানায়, এইচএসসির বাতিল ৬টি পরীক্ষা যে পদ্ধতিতে ম্যাপিং করে ফলাফল তৈরি করা হয়েছে, তাতে চরম বৈষম্য সৃষ্টি হয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান ও এ প্রতিবাদ কর্মসূচি।

শিক্ষার্থীরা আরো জানায়, এবার যে ফলাফল তৈরি হয়েছে, সেটা চরম বৈষম্যের। কোনো বোর্ডের ৬টি পরীক্ষা দিয়েও কেউ ৩টি পরীক্ষা দিয়েছে বলা হয়েছে। অথচ রেজাল্টের ক্ষেত্রে কম পরীক্ষা দেওয়া বোর্ডের রেজাল্ট ভালো হয়েছে। এই বৈষম্য আমরা মানি না। অবিলম্বে ঘোষিত ফলাফল বাতিল করে নতুন পদ্ধতিতে রেজাল্ট প্রকাশের দাবি জানায় শিক্ষার্থীরা।

এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার বলেন, একদল শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে শিক্ষাবোর্ড চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। তারা তাদের দাবি আমাদের জানিয়েছে, আমরা শুনেছি। কিন্তু তাদের দাবি সঠিক নয়, বিষয়টি নিয়ে আমরা আন্ত:শিক্ষা বোর্ড আলোচনা করবো এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলবো বলে তিনি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *