আশাশুনির বুড়িয়ায় ঐতিহ্যবাহী আড়ং মেলা অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামে শারদীয়া দুর্গোৎসবের বিজয় দশমীতে ঐতিহ্যবাহী আড়ং মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত এই আড়ং মেলা অনুষ্ঠিত হয়। বুড়িয়া পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু বিকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি সেবা আশ্রম সংঘ এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশ্বপ্রনানন্দজী মহারাজ, ফাকরাবাদ ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রী পরম পুরুষ কৃষ্ণ দাশ ব্রহ্মচারী, আশাশুনি পূজা উদযাপন কমিটি সভাপতি পালক পুরুহিত রেভাঃ ফাদার ডানিয়েল মন্ডল, বড়দল ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক কালী কিংকর হাওলাদার, বড়দল ইউনিয়ন বিএনপি সভাপতি এ কে এম শামসু উদ্দীন সানা, বিশিষ্ট সমাজ সেবক আল মাহামুদ টিক্কা, ইউপি সদস্য কে এম রকিবুজ্জামান প্রমুখ। সমগ্র পরিচালনা করেন আকাশ মন্ডল ও হরিদাস ব্যানার্জি। উল্লেখ্য এ বছর বড়দল বাজার, ফকরাবাদ ও বুড়িয়ার ৩টি মন্দিরের প্রতিমা কপোতাক্ষ নদীতে বিসর্জন দেওয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *