আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে গ্রাম পুলিশদের সাথে ওসির ব্রিফিং

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে গ্রাম পুলিশদের সাথে আশাশুনি থানার ওসির ব্রিফিং। (২ অক্টোবর) বুধবার দুপুরে থানা চত্বরে এব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, সকলেই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের সম্প্রীতির যে সুনিপুণ মেলবন্ধন তা অধিকতর তরান্বিত করতে এবং আশাশুনি উপজেলায় সুশৃঙ্খল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে সকলে সম্মিলিতভাবে পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেন। যদি কেউ সামাজিক সম্প্রীতি জনশৃঙ্খলা ও টেকসই শান্তি, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচিন্তা করে থাকে তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বরং আগের চেয়ে অধিককতর কঠোরভাবে আইন প্রয়োগ নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, পূজামণ্ডপ সংশ্লিষ্ট পুজা উদযাপন কমিটির সম্মানিত নেত্রীবৃন্দের সাথে সবাইকে সমন্বয় করে চলতে হবে। এসময় থানার এস আই, এএস আই সহ অফিসার বৃন্দ ও উপজেলার গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *