সাতক্ষীরা:
”ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে “জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪” উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা এর অংশ হিসেবে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উপলক্ষে এর অংশ বিশেষ রবিবার (২০ অক্টোবর ‘২৪) সকাল ১০ টায় সাতক্ষীরা পি,এন,বিয়াম ল্যাবরেটরি স্কুলে এবং একই দিন দুপুর ১২ টায় সাতক্ষীরা সিটি কলেজে ছাত্র-ছাত্রীদের নিয়ে গণসচেতনতা বৃদ্ধিমূলক ও সড়ক নিরাপত্তামূলক পৃথক দুটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
পৃথক কর্মশালা দুটিতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস, সাতক্ষীরা পি,এন,বিয়াম ল্যাবরেটরি স্কুলের ভাইস প্রিন্সিপাল কাজী মামুন বিল্লাহ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবীর, সাতক্ষীরা সিভিল সার্জন এর অফিসে ডা, জয়ন্ত সরকার, মোটরযান পরিদর্শক সজীব সরকার, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) শাহাবউদ্দিন মোল্লা, বিআরটিএ’র অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম।
কর্মশালা দুইটিতে বক্তরা উপস্থিত ছাত্র-ছাত্রীদের সড়ক দুর্ঘটনার রোধকল্পের উপর বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে প্রদান করেন। কর্মশালা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন প্রকার ট্রাফিক সাইন এর লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
Leave a Reply