ধর্ম অথবা বিশ্বাসের স্বাধীনতা এবং সম্প্রীতি শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত

গত কাল (২৬ সেপ্টেম্বর) স্থানীয় ম্যানগ্রোভ সভাঘরে দি হ্যাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে ইউকে এইড এর সহযোগিতায় ধর্ম অথবা বিশ্বাসের স্বাধীনতা এবং সম্প্রীতি শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মানবাধিকার কর্মী, আইনজীবী, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সুজন নেতৃবৃন্দ, এনজিও কর্মী, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধি উপস্থিত ছিলেন। দিনব্যাপী ধর্ম অথবা বিশ্বাসের স্বাধীনতা এবং সম্প্রীতি নিয়ে কর্মশালাটি পরিচালিত হয়।
কর্মশালাটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এর আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রণজু। অনুষ্ঠান সহায়ক সিনিয়র প্রোগ্রাম অফিসার তুহিন আফসারী ও রুবিনা আক্তার ছিলেন। কর্মশালায় গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন সুজন জেলা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সরকার সহ-সভাপতি পবিত্র মোহন দাশ , ধর্মীয় নেতা ডঃ মুফতি আখতারুজ্জামান,হাফেজ কাজী সাইদুর রহমান,শেখ মাহবুবুর রহমান,স্বপন কুমার শীল, দিবাকার ভট্টাচার্য, সাংবাদিক শাকিলা ইসলাম জুই, সাংবাদিক আশেক ই এলাহী, আইনজীবী এডভোকেট ড. দিলীপ কুমার দেব, এডভোকেট সেলিনা আক্তার শেলী , নারী নেত্রী ভারতেশ্বরী বিশ্বাস , ডক্টর দিলারা বেগম, দলিত সম্প্রদায়ের সুকুমার দাস সহ আরো অনেকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *