শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে টি-২০ জয় মেয়েদের।
নারী ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে শামীমা সুলতানারা।
কলম্বোর পিসারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কৌশিনি নটাঙ্গের ব্যাটে ৭ উইকেট হারিয়ে ১১২ রান তোলে তারা।
নটাঙ্গে খেলেন ৪৩ রানের ইনিংস। নেথিমি পর্না ২৭ রান যোগ করেন। নিলক্ষ্ণনা সোন্দামিনি ১৪ রান যোগ করেন।
জবাব দিতে নেমে ১৮.৫ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ নারী ‘এ’ দল। শামীমা সুলতানা দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন। ৪৪ বলেল মুখোমুখি হন তিনি। সোবহানা মোস্তারি খেলেন ৩১ বলে ২৮ রানের ইনিংস।
দারুণ বোলিং করেন বাংলাদেশ ‘এ’ দলে খেলা জাতীয় দলের স্পিনার ফাহিমা খাতুন। তিনি ১২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। সুলতানা খাতুন ৯ রান দিয়ে ১ উইকেট নেন। শ্রীলঙ্কার মালশা সেহানি বাংলাদেশের ২ উইকেট দখল করেন।
Leave a Reply