শিশু সুরক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত অংশিজনের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় শিশু সুরক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত অংশিজনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে আইন ও সালিশ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আইন ও সালিশ কেন্দ্রের শিশু সুরক্ষা কমিটি সাতক্ষীরার আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী মাধব দত্তের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, জেলা পবেশন অফিসার সুমনা শারমিন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার ফরহাদ জামিল, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, পৌর কমিশনার শফিক উদ দৌলা সাগর, সদর উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম কামর”জ্জামান, ব্রেকিং দ্যা সাইলেন্সের সাতক্ষীরা ইনচার্জ শরিফুল ইসলাম, কাজী মাহবুব রহমান, আইন ও সালিশ কেন্দ্রের মোহাম্মদ রফুনুজ্জামান, পলাশপোল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুল ইসলাম, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুল ইসলাম প্রমূখ। ভিজুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার আলী রাজ।

বক্তারা বলেন, অনেক শিক্ষার্থী সাইবার বুলিংয়ের স্বীকার হচ্ছে। তারা আইনে প্রতিকার চায়না। বিষয়টি জানতে চায় না। ৫ তারিখের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদ্স্যরা মাঠে না থাকায় অনেক শিশু নির্যাতনের শিকার হয়েছে। অনেক শিক্ষার্থীর ভেতরে যে স্কুল যেতে অনিহা বিষয়টি শিক্ষকদের খেয়াল রাখতে হবে। শিশুরা এখন খেলার মাঠ না থাকায় মোবাইলের দিকে ঝুঁকছে। শিশুদের বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থীবান্ধব শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার্থীদের সকল বিষয়ে খোঁজখবর রাখাতে হবে। তাহলে শিশুরা ভুল পথে পা বাড়াবে না। শিক্ষার্থীরাদের পাশাপাশি তার অভিভাবকদের সচেতন হতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *