নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামে অন্যের মৎস্য ঘেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দেওয়ার সময় জনতার হাতে আটক হয়েছে এক মৎস্য ঘের ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গাবতলা গ্রামের মৃত আব্দুল গফুর গাজীর ছেলে আব্দুল গনি গাজী জানান, গাবতলা মাঠে তার ৬ বিঘা একটি মৎস্য ঘের রয়েছে। বর্তমান বন্যা পরিস্থিতির কারনে সবার মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় মঙ্গলবার গভীর রাতে আনুমানিক ৩টার দিকে আমার মৎস্য ঘেরে হোসেন আলীর নেতৃত্বে তার ঘেরের কর্মচারী এরফান হোসেন (২০), গাবতলা গ্রামের সালাম সরদারের পুত্র মো. সোহরাফ সরদার (৪৫) এবং গাবতলা গ্রামের নরিম ওরফে নইরী বাজনদারের পুত্র জালাল উদ্দীন (৪০) হোসেন আলীর ঘেরের পাশ্ববর্তী যতগুলো ঘের রয়েছে সেসব ঘেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দেয়। আমি হাতেনাতে ধরে ফেলায় সবাইকে ডাকাডাকি করলে সবাই আসলে হোসেনকে ধরে নিয়ে স্থানীয় শুকুরের দোকানে যায়।
গাবতলা গ্রামের সামাদ সরদারের পুত্র আফজাল হোসেন জানান, হোসেন আলী সবার ঘেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়েছে। যাতে করে সবার ঘেরের মাছ হোসেন আলীর ঘেরে উঠে যায়।
আলাউদ্দিন সরদারের পুত্র জহুরুল ইসলাম জানান, তাদের ৫ বিঘা একটি ঘের রয়েছে যাতে গ্যাস ট্যাবলেট দিয়েছে হোসেন আলী। এই গ্যাস ট্যাবলেট দেওয়ার ফলে আমার ঘেরের মাছ সব হোসেন আলীর ঘেরে উঠে যাবে।
জফর মোড়লের পুত্র ইসরাফিল হোসেন (২২) জানান, আমার ৫ বিঘা ঘেরে সর্বস্ব টাকা-পয়সা খরচ করে মৎস্য চাষ করেছি। কিন্তু হোসেন আলীর বিষাক্ত গ্যাস ট্যাবলেট দেওয়ার ফলে আমি সর্বশান্ত হওয়ার পথে।
মৃত ওয়াজেদ মুহুরির পুত্র মো. কামরুল ইসলাম জানান, এই হোসেন আলীর নেতৃত্বে ইতিপূর্বে গাবতলা গ্রামের চুরি, বাটপারি সহ নানা রকম অপকর্ম হয়ে থাকে। বছর তিনেক আগে এই হোসেন আলী আমার ঘের বিষ দিয়ে মাছ মেরে দেই।
মৃত আব্দুল গফুর গাজীর পুত্র বিল্লাল গাজী জানান, আমরা দুইভাই ছোটখাটো একটা ঘের করি। বর্তমানে বন্যা পরিস্থিতির কারনে ঘের ডুবে গেছে। মাছ ঘের থেকে বের করে নেওয়ার জন্য এই হোসেন আলী বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়েছে। আমরা নিঃশ্ব হয়ে গেছি। আমি আমার ঘেরের ক্ষতিপূরণ চাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এছাড়াও এলাকার শত শত সাধারণ জনগন জানান, এ এলাকার সকল অপকর্ম, চুরি, বাটপারি সহ নানা কাজ এই হোসেন আলী করে থাকে। হোসেন আলী সহ অপকর্মের সক সহযোগিকে আইনের আওতায় এনে সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
Leave a Reply