আশাশুনি উপজেলার বুধহাটা পূর্বপাড়া গ্রামে যুগযুগ ধরে চরম দুর্দশার হাতছানিতে গ্রামবাসী ডুবে থাকলেও দেখার কেউ নেই।
গ্রামের ভিতরে রাস্তাগুলো জন্ম থেকেই উন্নয়নের ছোয়া বঞ্চিত বললেও ভুল হবেনা। সবই প্রায় কাঁচা রাস্তা। নেই সকল স্থানে পয়ঃ নিস্কাশনের সুব্যবস্থা। একটু বৃষ্টি হলে পানিবদ্ধতার কষ্টকর পরিণতে যেন তাদের নিত্য সঙ্গী। গ্রামের অধিকাংশ মানুষ নিম্নশিক্ষিত হওয়ায় তাদের হয়ে কথা বলার জন্য কেউ নেই। বিভিন্ন সময়, বিশেষ করে ভোটের সময় রাজনৈতিক দলের নেতারা তাদেরকে বারবার অনেক কিছু করে দেওয়ার আশ্বাস দিলেও নির্বাচনের পরে আর খোজ মেলেনি। কেউ কথা রাখার প্রয়োজনবোধ করেননি। গ্রামের নিম্ন শিক্ষিত মানুষগুলোকে তারা শুধুমাত্র নিজেদের কাজের জন্য ব্যবহার করে থাকেন। তাই এলাকার উন্নয়নের বিষয়টা স্বপ্নই থেকে গেছে বারবার। ফলশ্রুতিতে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে নেমে এসে থাকে সীমাহীন দুর্ভোগ।
বর্তমানে গ্রামটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। এই পাড়ায় অনেকের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুবিধা গুলো তারা ভোগ করে আসছে। অবহেলিত এই জনপদের সুদিন ফেরানোর লক্ষ্যে তারা সব সময় চেয়ে থাকে জন প্রতিনিধিদের দিকে। কিন্তু কোন সুফল এখনো পর্যন্ত মেলেনি। সম্প্রতি বেতনা নদী খননের কাজ চলছে। বছরের পর বছর বিলম্বিত হচ্ছে কাজটি। স্লুইস গেট দিয়ে পানি নিস্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধতা বহুগুনে বেড়ে গেছে। এ যেন জ্বালার উপর আরেক জ্বালা।
এলাকাবাসীর দাবী, সংশ্লিষ্ট যার উর্দ্ধতন কর্তৃপক্ষ গ্রামটিকে সময়োপযোগী বসবাস যোগ্য করে গড়ে তুলতে স্থায়ী সমাধানের ব্যবস্থা নেবেন। যেন পরিবার পরিজন নিয়ে মানুষ শান্তিতে বসবাস করতে পারে।
Leave a Reply