আশাশুনির গোয়ালডাঙ্গায় মেধাবী শিক্ষার্থী রাজা’র হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গায় মেধাবী শিক্ষার্থী, আশাশুনি সরকারি কলেজের অনার্সের প্রথম বর্ষের ছাত্র রাজা’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় বড়দল ইউনিয়নবাসীর আয়োজনে গোয়ালডাঙ্গা বাজার বকুলতলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আহসান হাবিবের সঞ্চালনায় মানববন্ধনের বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আল মাহমুদ টেক্কা, নিহতের বড় ভাই আকাশ হোসেন বাদশা, বড় চাচা সাহেব আলী সরদার, বড়দল ইউনিয়ন ছাত্রদলের নেতা আবু হাসান, পাইকগাছা কলেজের সমন্বয়ক ফাহিম হোসেন, বড়দল কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী নাইমুল ইসলাম, ইয়াসিন গাজী, নাফিজ গাজী, বাগেরহাট গভমেন্ট পিসি কলেজের শিক্ষার্থী রাজা মুরাদ সানা প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, মেধাবী শিক্ষার্থী রাজা কখনোই আত্মহত্যা করতে পারে না। পূর্বের শত্রুতার জের ধরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার গায়ে যে দাগ গুলো পাওয়া গেছে সেগুলো স্বাভাবিক দাগ ছিল না। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী দোষীদেরকে দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির দাবির জানান তারা। মানববন্ধন শেষ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক পরিদক্ষিণ করে ফকির বাড়ি মাধ্যমিক বিদ্যালয় এসে শেষ হয়। উল্লেখ্য ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে মানিকখালি ব্রিজের সামনে মৎস্য ঘেরের বাসা থেকে গলায় রশি দেওয়া অবস্থায় গোয়ালডাঙ্গা গ্রামের শাহিনুর সরদারের ছেলে রাজা সরদারের মরা দেহ উদ্ধার করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *