সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার সব থেকে বড় এবং ঐতিহ্যবাহী শিক্ষপ্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি কলেজকে সবধরণের রাজনীতি ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা কলেজ ক্যাম্পাসকে রাজনীতি ও সন্ত্রাসমুক্ত ঘোষণা দিয়ে কলেজের প্রধান ফটকে একটি ব্যানার টানিয়ে দেন।
ক্যাম্পাসকে রাজনীতি ও সন্ত্রাসমুক্ত ঘোষণাকালে সাতক্ষীরা সরকারি কলেজের ভ‚গোল ও পরিবেশ বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী মোঃ তানজিদুর রহমান বলেন, শুধুমাত্র অপরাজনীতি এবং সন্ত্রাসবাদের কারণেই আমাদের দেশে এতগুলো ছাত্র ও সাধারণ মানুষের জীবন গেল। আমাদের ক্যাম্পাসে অসংখ্য সাধারণ শিক্ষার্থী ইতিপূর্বে ক্ষমতাসীন দলের ছাত্রনেতাদের দ্বারা হয়রাণি এবং হামলার শিকার হয়েছে। এখন অনেক রক্ত এবং ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তাই সদ্য স্বাধীন এই দেশে ছাত্ররাজনীতির নামে সাধারণ ছাত্রদের উপর নিপিড়ন আমরা কোন ভাবেই মানবো না। এজন্য আজ থেকে আমাদের কলেজ ক্যাম্পাসকে সব ধরণের ছাত্র রাজনীতি এবং সন্ত্রাসবাদমুক্ত ঘোষণা করা হলো।
এদিকে সাতক্ষীরা সরকারি কলেজকে ছাত্ররাজনীতি ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করায় সাদুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ জনগণ ও সাধারণ শিক্ষার্থীরা।
Leave a Reply