বিএনপি নেতা হাবিবের জামিন পাওয়ার খবরে শ্যামনগরে আনন্দ মিছিল

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ জন নেতা-কর্মীর জামিন পাওয়ার খবরে আনন্দ মিছিল করেছে শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে শ্যামনগর চৌরাস্তা থেকে উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জে.সি কমপ্লেক্স গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ।
শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশেক এলাহী মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, সহ-সভাপতি পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী বাবু, যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *