প্রেস রিরিজ:
তালা উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম আব্দুল আলী সাহেবের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআনখানী,স্মরণ সভা,মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল তালার পালমার্কেস্থ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে মরহুম জিএম আব্দুল আলীর ৪র্থ মৃত্যু বার্ষিকীতে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা,মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস. এম নজরুল ইসলাম।
উপজেলা জাতীয় পার্টির সি.সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল(অব.সেনা কর্মকর্তা) সভাপতিত্বে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের শ্রেষ্ট ইমাম ও উপজেলা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ¦ মাও: তাওহীদুর রহমান।
বক্তব্য রাখেন, তালা উপজেলা জাতীয় সৈনিক পার্টির সভাপতি ও সাবেক সেনা সদস্য মো: রফিকুল ইসলাম খাঁ,জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় নেতা ও উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বিএম বাবলুর রহমান, বিশিষ্ট সম্জ সেবক আব্দুর রউফ মোড়ল,ইসলামকাটি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী শেখ নাজমুল আলম, খলিলনগর ইউনিয়ন জাপা নেতা মো: ওয়াজেদ আলী মোড়ল,রজব আলী ফকির,আমজেদ হোসেন গোলদার,যুব সংহতি নেতা বাহারুল ইসলাম, ফারুক খাঁন, জেলা ছাত্র সমাজের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু,ছাত্র সমাজ নেতা ফয়সাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য,তিনি তালা উপজেলার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি,খলিলনগর ইউনিয়ন পরিষদের টানা ৩৬ বছর চেয়ারম্যান, পল্লীবন্ধু এরশাদ মনোনীত ও নির্বাচিত তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান,খলিলনগর হাইস্কুলসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। মরহুম আব্দুল আলী ২০২০ সালের ৩০ জুলাই বাধক্যজনিত কারণে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। জাতীয় পার্টি তালা উপজেলা শাখা আজীবন শ্রদ্ধাভরে তাকে স্মরণ রাখবেন। এসময় মরহুম শিক্ষক শওকত হোসেন সহ জাপার সকল মরহুম ও কোটা আন্দোলনে নিহত ছাত্রদের নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply