1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন
২১ চৈত্র, ১৪৩১
Latest Posts
📰কিষান মজদুর ইউনাইটেড একাডেমী স্কুলে ৬০ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত📰আশাশুনিতে যুগল প্রেমিকার আত্মহত্যা📰জামায়াতকে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা কানাডার ট্রাইব্যুনালের📰বাংলাদেশ ও ড. ইউনূসকে শুভেচ্ছা ট্রাম্পের, সম্পর্ক জোরদারের বার্তা📰সাতক্ষীরায় কাজী আহসান হাবিব সম্রাটের আয়োজনে পথচারীদের ইফতার বিতরণ📰সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 📰সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা📰ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিলেন্স টিম কর্তৃক সাতক্ষীরা পরিবহন কাউন্টারে মনিটারিং📰সাতক্ষীরা আয়েনউদ্দীন মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন📰চার গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করলো আর্জেন্টিনা

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তামিম কেন জানেন না বোর্ড সিইও

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে
ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তামিম কেন জানেন না বোর্ড সিইওবিসিবিতে আসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ। তার সঙ্গে ছিলেন বোর্ড সিইও এবং ক্রিকেটার তামিমসহ অন্যরা। ছবি: বিসিবি

অন্তবর্তীকালীন সকরারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সোমবার মিরপুর স্টেডিয়ামে আসেন। বিসিবি কার্যালয় ও মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখেন তিনি। নারী ক্রিকেট দলের খেলোয়াড়, বোর্ডের কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী। এছাড়া জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল ছিলেন সঙ্গে।

পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ। তিনি জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখছেন তিনি। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু পারেননি। সামনে অন্য ফেডারেশনগুলোতে যাওয়ার কথাও বলেন তিনি।

পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বোর্ড সিইও নিজামউদ্দিন। তিনি জানান, কারো সঙ্গে কোন বিশেষ বিষয়ে আলাপ হয়নি। এছাড়া তামিম কেন উপদেষ্টার সঙ্গে ছিলেন তা জানা নেই বলে উল্লেখ করেন তিনি।

বোর্ড সিইও বলেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা বিসিবি পরিদর্শনে এসেছিলেন। তিনি বোর্ডে সুযোগ-সুবিধা সরেজমিনে দেখেছেন। আমার মনে হয়েছে, তার কিছু পরিকল্পনা রয়েছে। তিনি সম্ভবত অন্য ফেডারেশনগুলোও সামনের দিনগুলোতে পরিদর্শন করবেন।

তামিমের সঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টার কথা বলতে দেখা যায়। যা নিয়ে জনমনে কৌতুহল সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিসিবি’র সিইও বলেন, আমি যতটুকু জানি, কারো সঙ্গে নির্দিষ্ট কোন বিষয়ে আলাপ হয়নি। উপদেষ্টা বোর্ডের অনেকের সঙ্গে কথা বলেছেন। তারা তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। আমি জানি না, তামিম কী কারণে এসেছিলেন। উপদেষ্টার সঙ্গে তাকে কথা বলতে দেখেছি। এর বাইরে আমিও কিছু জানি না।’

আগামী অক্টোবরে বাংলাদেশে নারীদের টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা। কিন্তু বেশ কিছু দেশ বাংলাদেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করায় বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে। তবে বোর্ড সিইও জানিয়েছেন, তারা বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী। সরকার আন্তরিক এবং সেনাবাহিনী নিরাপত্তা দিতে প্রস্তুত। বিসিবির প্রস্তুতি নিয়ে আইসিসিও খুশি। উল্লেখ্য মেয়েদের বিশ্বকাপ কোথায় হবে তা নিয়ে মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd