আশাশুনির বড়দলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে ও গ্রামীন চক্ষু মেডিকেল টিমের অর্গানাইজার আরাফাত হোসেনের নেতৃত্বে ১০ জন ডাক্তার চিকিৎসা প্রদান করেন। উক্ত ক্যাম্পে বড়দল ইউনিয়নের হতদরিদ্র প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ তাদের চোখের পরীক্ষা, ছানি অপারেশন, চোখের লেন্স বসানো, এক মাসের ঔষধসহ ডাক্তারের কাছ থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও সার্বিক সহযোগিতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবাহক ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আজহারুল ইসলাম মন্টু। ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আরিফুল ইসলাম বকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম, মোঃ আবু হুরায়রা (আল মামুন), ফরিদ হোসেন, ইয়াকুব আলী, বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহমান ঢালী প্রমুখ।
Leave a Reply