শোকের মাস আগষ্ট উপলক্ষে সাতক্ষীরায় মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট ২০২৪) বিকালে পুরাতন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা ও রাজারবাগান ঋষিপাড়া কালি মন্দির চত্বরে এ বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।
এসময় সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, এই মাসে ষড়যন্ত্র করে জাতির পিতার পুরো পরিবারকে হত্যা করা হয়। এই মাসেই প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা চালানো হয়। আগস্ট মাসকে সামনে রেখে সেই চক্রটি আবারও ষড়য়ন্ত্রে লিপ্ত হয়েছে। তাই দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সকলকে ঐক্যবন্ধ হতে হবে।
তিনি আরও বলেন, সন্ত্রাসী দল হিসেবে আজ জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। তারা আত্মগোপনে গিয়ে দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র করতে পারে। দেশকে পিছিয়ে দিতে নতুন করে ধ্বংস যোগ্য চালাতে পারে। সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. হ. ম তারিক উদ্দীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা, সুব্রত ঘোষ, নারী নেত্রী মেহেরুন আফরোজ, রাজার বাগান ঋষিপাড়া কালি মন্দিরের সভাপতি প্রকাশ দাস, সহ-সভাপতি বিশ^জিৎ দাস, সাধারণ সম্পাদক মিলন দাস, সাংগঠনিক সম্পাদক গোপাল দাস, অর্থ সম্পাদক বসু দাস, পুরাতন সাতক্ষীরার আলিয়া মাদ্রাসায় অধ্যক্ষ মাওলানা মোঃ আক্তারুজ্জামান, মাওলানা হাফিজুর রহমান, মোহাদ্দেস সিরাজুল ইসলাম, মাওলানা সির্জাুল ইসলাম, প্রভাষক ইকবল হোসেন ও প্রভাষক আলমগীর হোসেন প্রমুখ।
Leave a Reply